স্মার্ট সিটি না স্মার্ট লুট? শহরের ড্রেন ফুটপাথ নিয়ে ক্ষোভের ঝড়!!
দিল্লিতে সিকিমের যুবতীর উপর নৃশংস হামলা ও যৌন নিগ্রহের অভিযোগ, ন্যায় না পেলে চরম পদক্ষেপের হুঁশিয়ারি!!

অনলাইন প্রতিনিধি :- রাজধানী দিল্লিতে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নৃশংস হামলা ও যৌন নিগ্রহের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন সিকিমের এক তরুণী। বর্তমানে তিনি নিজের রাজ্যে ফিরে গিয়েও সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগীর অভিযোগ, দিল্লির এক রেস্তোরাঁয় কয়েকজন যুবক তাঁকে থাপ্পড়, ঘুষি মেরে মারধর করে এবং এক ব্যক্তি তাঁর গোপনাঙ্গে হাত দেয়। ঘটনার পর তিনি সাফদরজং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে ওই তরুণী বলেন, “আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। তারা আমাকে নির্মমভাবে মেরেছে, আর এক ব্যক্তি আমার গোপনাঙ্গে হাত দিয়েছে। যদি ন্যায়বিচার না পাই, আমি ওই রেস্তোরাঁর সামনে নিজের গায়ে আগুন দেব।”
প্রথমে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে, যা উত্তর-পূর্ব ভারতের মানুষের প্রতি বৈষম্যের উদাহরণ বলে অনেকেই সমালোচনা করেন। পরে দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তা জানান, দিল্লি পুলিশ ভুক্তভোগীর নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করেছে এবং দুই পক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনাও তৈরি হয়েছে।
তবে নারী অধিকার সংগঠনগুলি সতর্ক করে বলেছে, কোনওভাবেই এই অভিযোগ আপসের নামে চাপা দেওয়া উচিত নয়।
এই ঘটনা ফের একবার মহিলাদের নিরাপত্তা, লিঙ্গভিত্তিক হিংসা এবং মহানগরে উত্তর-পূর্ব ভারতের মানুষের প্রতি আচরণ নিয়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।