জাতীয় অনূর্ধ্ব ১৫ মহিলা ক্রিকেট, সিকিমের কাছে পরাজিত ত্রিপুরা!!
দিল্লিতে জারি কমলা সতর্কতা, বাতিল ১৭৭ বিমান!!
অনলাইন প্রতিনিধি :- বিষ বাতাসে দমবন্ধকর পরিস্থিতি দেশের রাজধানী দিল্লির। শুক্রবার এই ধোঁয়াশার ফলে বিমান চলাচলে সমস্যা দেখা দেয়।দূষণের মাত্রা ‘তীব্র’ পর্যায়ে ছিল। আবহাওয়া দফতর সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী সপ্তাহহান্তে এই অবস্থা আরও তীব্র হবে। প্রবল ধোঁয়াশার ফলে ৭০০-টিরও বেশি বিমান প্রভাবিত হয়েছে। সঙ্গে ১৭৭টি বিমান বাতিল ঘোষণা করা হয়েছে।