দলবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ, বিহারে বিজেপি বিধায়ক-সহ ছয় নেতাকে বহিষ্কার!!
দিল্লিতে অ্যাসিড হামলার ঘটনায় নতুন মোড়: আক্রান্ত তরুণীর বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, থানায় অভিযুক্তের স্ত্রী!!
অনলাইন প্রতিনিধি :-উত্তর-পশ্চিম দিল্লির অশোক বিহারে কলেজপড়ুয়া এক তরুণীর উপর অ্যাসিড হামলার ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর নতুন অভিযোগ। এবার সেই তরুণীর বাবার বিরুদ্ধেই ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ তুললেন মূল অভিযুক্তের স্ত্রী!
রবিবার সকালে কলেজে যাওয়ার সময় ২০ বছরের ওই তরুণীর উপর বাইকে চেপে আসা তিন যুবক অ্যাসিড ছুড়ে হামলা চালায় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, তরুণীর মুখ লক্ষ্য করে অ্যাসিড ছোড়া হয়, তবে তিনি হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করেন। এতে তাঁর দুই হাত গুরুতরভাবে দগ্ধ হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। তদন্তে জানা গিয়েছে, তিন অভিযুক্তই আক্রান্ত তরুণীর পরিচিত। তাঁদের মধ্যে এক জন দীর্ঘদিন ধরে ওই তরুণীর পিছু নিতেন বলে অভিযোগ।
এদিকে, সেই মূল অভিযুক্তের স্ত্রী থানায় গিয়ে নতুন অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, তিনি আক্রান্ত তরুণীর বাবার বাড়িতে কাজ করতেন। কাজের সময় ওই ব্যক্তি তাঁকে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন এবং পরবর্তীতে সেই ঘটনার ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করেন।
তবে ভুক্তভোগী তরুণীর পরিবার এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। তাঁদের বক্তব্য, অ্যাসিড হামলার তদন্তের দিক ঘোরাতেই অভিযুক্তদের পক্ষ থেকে এই ধরনের মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
এ ঘটনায় জাতীয় মহিলা কমিশন ইতিমধ্যেই দিল্লি পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করেছে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতারির দাবি জানিয়েছে।