August 3, 2025

দিনদুপুরে ১১০ বস্তা সিমেন্ট বোঝাই গাড়ি ছিনতাই, চাঞ্চল্য!!

 দিনদুপুরে ১১০ বস্তা সিমেন্ট বোঝাই গাড়ি ছিনতাই, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি :-একেবারে ফিল্মি কায়দায় প্রকাশ্য দিনের বেলায় গোডাউন থেকে সিমেন্ট বোঝাই গাড়ি ছিনতাই করে নিয়ে গেলো দশ-বারোজনের একটি দুষ্কৃতী দল। এই চাঞ্চল্যকর ঘটনা শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ রাজধানীর খয়েরপুর বাইপাসে একটি সিমেন্টের গোডাউনে। গোডাউনে তখন অনেক গাড়িই ছিল। ছিনতাই করা গাড়িটির নম্বর TR01AZ 1895, মহেন্দ্র কোম্পানির বোলেরো পিক-আপ। গাড়িটিতে তখন শ্রমিকরা সিমেন্ট লোড করছিলেন।দুষ্কৃতীরা আচমকা এসে প্রথমে ১৮৯৫ নম্বর গাড়িটির খোঁজ করে। অন্য গাড়ির চালকরা গাড়িটি দেখিয়ে দেন। তখন দুষ্কৃতীরা শ্রমিকদের জিজ্ঞেস করে আর কত ব্যাগ সিমেন্ট লোড করা বাকি আছে। এক শ্রমিক বলেন আরও দশ ব্যাগ। দুষ্কৃতীরা বলে তাড়াতাড়ি লোড করার. জন্য। ততক্ষণে ১১০ ব্যাগ সিমেন্ট লোড করা হয়ে গেছে। অন্যদিকে দুই-তিনজন দুষ্কৃতী গাড়ির চালকের খোঁজ করে এবং তাকে গাড়ির চাবি দিতে বলে। চালক কেন জানতে চাইলে তাকে হুমকি দেওয়া হয়। আসলে গাড়ির চাবিটি লোড করার সময় গাড়িতেই লাগানো ছিলো। এর মধ্যে গাড়ির চালক নিজে মোবাইলে মালিককে ফোন করতে চাইলে এক দুষ্কৃতী চালকের হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নেয়।পুরো ঘটনা এত চটজলদি হচ্ছিল যে, কেউ কিছু বুঝতেই পারেনি। এর মধ্যে দুষ্কৃতীদের একজন গাড়িতে উঠে চালকের আসনে বসে গাড়ি চালিয়ে গোডাউন থেকে দ্রুত বেরিয়ে উধাও হয়ে যায়। দুষ্কৃতীরাও গাড়ির সাথে সাথে হাওয়া হয়ে যায়। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সকলেই হতবাক হয়ে যান। তারা ভাবতেই পারছিলেন না যে, দিন দুপুরে এমন একটি ছিনতাই কাণ্ড ঘটে যেতে পারে। এরপর খবর যায় পুলিশে। খয়েরপুর আউটপোস্ট থেকে পুলিশ ছুটে আসে। খবর পেয়ে গাড়ির মালিক ধলেশ্বরের বাসিন্দা রাজীব সাহাও গোডাউনে ছুটে আসেন। রাজীববাবু জানান, তিনি নিজেও বুঝতে পারছেন না কেন এমন হয়েছে কারা করেছে? পুলিশ জানায়, গাড়িটি পরে খুঁজে পাওয়া গেছে। পুলিশের ধারণা, গোটা ঘটনার পিছনে আর্থিক লেনদেনের বিষয় থাকতে পারে। পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *