December 11, 2025

দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের!!

 দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের!!

অনলাইন প্রতিনিধি :- ২৫ বছরে দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নিলেন নীতীশ। শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান।তাঁর সাথে আরও ১৯ জন মন্ত্রী শপথ গ্রহণ করলেন। বিধানসভা নির্বাচনে এনডিএ বিপুল ভোটে জয়লাভ করে।বিধানসভা নির্বাচনে ২৪৩টি আসনের মধ্যে ২০২টি আসন জিতে বিহারে ক্ষমতায় ফিরেছে এনডিএ।সকাল ১১:৩০ মিনিট থেকে শপথ গ্রহণের অনুষ্ঠান শুরু হয়। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদান করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে গান্ধী ময়দানে এসেছেন। শপথ গ্রহণে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা।ভিআইপি অতিথিদের থাকার জন্য একাধিক প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং অনুষ্ঠানের জায়গাতে ভালোভাবে নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *