দলবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ, বিহারে বিজেপি বিধায়ক-সহ ছয় নেতাকে বহিষ্কার!!
দলবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ, বিহারে বিজেপি বিধায়ক-সহ ছয় নেতাকে বহিষ্কার!!
অনলাইন প্রতিনিধি :-বিহারের বিধানসভা নির্বাচনের আগে বড় পদক্ষেপ নিল বিজেপি। দলীয় নির্দেশ অমান্য করে নির্বাচনে দাঁড়ানোর অভিযোগে সোমবার ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ভাগলপুর জেলার কহলগাঁও কেন্দ্রের বিদায়ী বিজেপি বিধায়ক পবনকুমার যাদব।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এনডিএ জোটে আসন বণ্টনের ফলে কহলগাঁও আসনটি এ বার বিজেপি সহযোগী দল জেডিইউকে ছেড়ে দেয়। কিন্তু তাতে অসন্তুষ্ট পবন যাদব নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। বিষয়টি দলবিরোধী কার্যকলাপ হিসেবে বিবেচনা করে তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় রাজ্য বিজেপি নেতৃত্ব।
বিহার বিজেপির সভাপতি দিলীপকুমার জয়সওয়াল জানিয়েছেন, পবন যাদব ছাড়াও সানি যাদব, শ্রাবণ কুশওয়াহা, উত্তম চৌধরি, মারুতি নন্দন মারুতি এবং পবন চৌধরিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এনডিএ জোটের প্রার্থীদের বিরোধিতা করারও অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, আগামী ৬ নভেম্বর বিহারের ১২১টি আসনে প্রথম দফায় ভোট হবে, আর ১১ নভেম্বর দ্বিতীয় দফায় বাকি ১২২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ১৪ নভেম্বর হবে ভোটগণনা। এ বার রাজ্যে মূল লড়াই এনডিএ জোটের সঙ্গে আজেডি–কংগ্রেস–বামেদের ‘মহাগঠবন্ধন’-এর মধ্যে।