August 2, 2025

দক্ষিণ সুদানে ফের রাষ্ট্রসংঘের ফোর্স কমান্ডার ভারতীয়

 দক্ষিণ সুদানে ফের রাষ্ট্রসংঘের ফোর্স কমান্ডার ভারতীয়

ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মোহন সুব্রমনিয়ানকে দক্ষিণ সুদানে মিশন ফোর্স কমান্ডার পদে নিযুক্তি দিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস। লে.জেনারেল সুব্রমনিয়ান, লে.জেনারেল শৈলেশ তিনাইকারের স্থলাভিষিক্ত হয়েছেন। এক বিবৃতিতে মহাসচিব কৃতজ্ঞতা জানিয়েছেন, তিনাইকারকে তার অক্লান্ত সমর্পণ, অমূল্য সেবা এবং ফলপ্রসূ নেতৃত্ব প্রদানের জন্য। মে ২০১৯ সালে লে.জে তিনাইকার রাষ্ট্রসংঘের মিশন ইন সাউথ সুদান ফোর্স কমান্ডার পদে নিযুক্ত হয়েছিলেন। পরপর ভারতের দুই লে.জেনারেল এই পদে নিযুক্ত হলেন।

উল্লেখ্য, দক্ষিণ সুদানে সন্ত্রাসবাদীদের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে গিয়ে কয়েকজন ভারতীয় শান্তিরক্ষী নিহত হয়েছেন। তাদের প্রাণ বিসর্জনের ফলে রক্ষা পেয়েছে আফ্রিকার ওই দেশটির কয়েকশ সাধারণ মানুষ । আফ্রিকার বৃহত্তম রাষ্ট্র সুদান ভেঙে ২০১১ সালে দক্ষিণ সুদান নামে নয়া রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে । এরপরেই শুরু হয়ে যায় রাষ্ট্রপতি সালভা কির ও উপরাষ্ট্রপতি রিয়েক মাচারের সমর্থকদের মধ্যে লড়াই । লড়াইটি পরে দুটি জাতিগোষ্ঠীর মধ্যে লড়াইয়ে রূপ নেয় । এতে নিহত হয় কয়েক হাজার মানুষ । কিন্তু এখনও শান্তি আসেনি । দক্ষিণ সুদানের মানুষ রাষ্ট্রসংঘের মিশনভুক্ত ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধাবান । এই মিশনভুক্ত ভারতীয় সেনার সংখ্যা ২৩৮৫। সংখ্যায় এটা দ্বিতীয় বৃহত্তম । এছাড়া দক্ষিণ সুদানে রয়েছে ত্রিশজন ভারতীয় পুলিশ অফিসার । বিভিন্ন দেশের মোট ১৭৯৮২ জন শান্তিরক্ষী রয়েছে রাষ্ট্রসংঘের ওই দেশটিতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *