August 2, 2025

দক্ষিণে তিন শীর্ষ প্রশাসনিক কর্তার বৈঠক!!

 দক্ষিণে তিন শীর্ষ প্রশাসনিক কর্তার বৈঠক!!

বৃহস্পতিবার দুপুরে বিলোনিয়া সার্কিট হাউজে উচ্চ পর্যায়ের এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভোট গণনা এবং তার পরবর্তী পরিস্থিতির উপর বিস্তারিত পর্যালোচনা করা হয়। এদিন বৈঠকে অংশ নেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে এবং পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন, অতিরিক্ত নির্দেশক সৌরভ ত্রিপাঠী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ, জেলা পুলিশ সুপার ডঃ কুলবন্ধ সিং সহ দক্ষিন জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের সব রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, অতিরিক্ত জেলা শাসক অসীম সাহা সহ পদস্ত আধিকারিকররা। জেলায় ভোট গননা কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা এবং শান্তি সম্প্রীতি অক্ষুন্ন রাখতে নির্দেশ দেওয়া হয় সংশ্লিষ্ট আধিকারিকদের। এদিন বৈঠকে দক্ষিণ জেলায় সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় অধিকারীকদের ধন্যবাদ জানানো হয়। এদিন দুপুরে আগরতলা থেকে উচ্চপদস্থ আধিকারিকরা হেলিকপ্টার করে বিলোনিয়া যান। তারপরে বিলোনিয়া সার্কিট হাউজে জেলা প্রশাসন ও জেলা আরক্ষা দপ্তরের উচ্চপদস্থদের নিয়ে বৈঠক করেন। এবং পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করে প্রয়োজনের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *