August 2, 2025

দঃ আফ্রিকার দল ঘোষণা নেতৃত্বে টেম্বা বাভুমা।

 দঃ আফ্রিকার দল ঘোষণা নেতৃত্বে টেম্বা বাভুমা।

অনলাইন প্রতিনিধি :- ভারত বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আগামী পাঁচ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দশ দলের এই মেগা টুর্নামেন্টের জন্য টেম্বা বাভুমাকে অধিনায়ক করে দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনও এক মাস বাকি।এর মধ্যেই আইসিসির বেঁধে দেওয়া সময়ের শেষ দিনে আজ (পাঁচ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। যদিও আইসিসির নির্দেশনা অনুযায়ী, আগামী সাতাশ সেপ্টেম্বরের মধ্যে ঘোষিত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ থাকছে দলগুলোর জন্য।দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে চমক ডান হাতি তরুণ পেসার জেরাল্ড কোয়েটজে। চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক অভিষেক হয় তার। এখন পর্যন্ত দুটি ওয়ানডে খেলা কোয়েটজে অভিষেকে তিন উইকেট সহ মোট পাঁচ উইকেট নিয়েছেন।কুইন্টন ডি কক, রেজা হেনড্রিংক, হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার এবং রাসি ভ্যান ডের ডুসেনের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা রয়েছেন প্রোটিয়া বিশ্বকাপ স্কোয়াডে।পেস অ্যাটাকের নেতৃত্ব দেবেন তারকা পেসার কাগিসো রাবাদা। আরও রয়েছেন এনরিখ নকিয়া এবং লুঙ্গি এনগিদির মতো বোলাররা। আগামী সাত অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা স্কোয়াড ঃ টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিংক, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্ডা মাগালা, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিখ নকিয়া, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *