August 2, 2025

থরথর করে কাঁপল দিল্লি-সহ উত্তর ভারতের একাংশ!!

 থরথর করে কাঁপল দিল্লি-সহ উত্তর ভারতের একাংশ!!

অনলাইন প্রতিনিধি :-রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিনই মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল চিন। এরই প্রভাবে থরথর করে কাঁপল দিল্লি-সহ উত্তর ভারতের নানা জায়গা। কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তানেও। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে দু-বার কেঁপে উঠল দিল্লি।ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, চিনের দক্ষিণ শিনজিয়াং প্রদেশে ভূমিকম্প হয়েছে। তারপরেই দিল্লিতে কম্পন টের পাওয়া যায়। সোমবার রাত পৌনে ১২টা নাগাদ দিল্লি-সহ উত্তর ভারতের নানা জায়গা কেঁপে ওঠে। আতঙ্কে মাঝরাতেই রাস্তায় বেরিয়ে পড়েন দিল্লির লোকজন। আতঙ্ক ছড়ায় জনসাধারণের মধ্যে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনও পর্যন্ত।

ভূমিকম্পের উত্‍সস্থল নেপাল-চিন সীমান্তে মাটি থেকে ৮০ কিমি গভীরে। চিনে কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.২। তীব্র কম্পনের ফলে চিনে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত। জার্মান রিসার্চ সেন্টার ফর জিয়ো সায়েন্সের তরফে জানানো হয়েছে যে কিরঘিজস্তান এবং চিনের শিনজিয়াং সীমান্ত এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। নিকটবর্তী কাজাখস্তানে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.৭ ছিল। রাতের দিকে ভূমিকম্প হওয়ায় আতঙ্কে অনেকে প্রবল ঠান্ডার মধ্যে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। সোমবার রাত সওয়া ১১ নাগাদ প্রথমে ভূমিকম্পে কেঁপে ওঠে উজবেকিস্কান। তার ৩০ মিনিট পর আফটার শকে কেঁপে ওঠে চিন থেকে দিল্লি। এর সপ্তাহ খানেক আগে, জোরালো ভূমিকম্প হয়েছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে। রিখটার স্কেলে সেই কম্পনের তীব্রতা ছিল ৬। সেই ভূমিকম্পেও কেঁপেছিল পাকিস্তান, দিল্লি-সহ গোটা উত্তর ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *