August 2, 2025

ত্রিপুরা সফরে বিদেশি পর্যটক!!

 ত্রিপুরা সফরে বিদেশি পর্যটক!!

অনলাইন প্রতিনিধি :-সৌরভ গাঙ্গুলী ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন। রাজ্য সরকার ত্রিপুরার পর্যটন কে বহিঃবিশ্বে তুলে ধরতে চাইছে। পর্যটন কেন্দ্রগুলিকে আকর্ষণীয় করে তুলতে ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। আস্তে আস্তে রাজ্যে আগত পর্যটকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের একটি বেসরকারি টুর এন্ড ট্রাভেলস এর উদ্যোগে আমেরিকা এবং ইংল্যান্ডের ৬০ জনের একটি পর্যটক দল গত ২৮শে ফেব্রুয়ারি ত্রিপুরা সফরে এসেছে। রাজ্যের বিভিন্ন পর্যটন স্থল ঘুরে এবং রাজ্যের অতিথিয়তায় অভিভূত তারা। তাদের এই সফর সম্পর্কে বলতে গিয়ে টিম লিডার রেমসং হেয়ার বলেন, হিমালয়ান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা মেডিটেশন সাইন্স এন্ড ফিলোসফি সংস্থা থেকে তারা রাজ্য সফরে এসেছেন।
সাংস্কৃতিক, আধ্যাত্মিক ভৌগলিক এবং রাজ্যের উপজাতি সংস্কৃতি সম্পর্কে ধারণা নিতে তাদের এই সফর। ইতিমধ্যেই তারা ত্রিপুরাসুন্দরী মন্দির, নীরমহল, ছবিমুড়া ঘুরে দেখেছেন। রবিবার উজ্জয়ন্ত প্যালেস পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *