August 2, 2025

ত্রিপুরা সফরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 ত্রিপুরা সফরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। দুদিন আগেই সপরিবারে ত্রিপুরা সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক উপদেষ্টা অমিত খারে। ত্রিপুরা সফরের অঙ্গ হিসাবে রবিবার শ্রী খারে সপরিবারে রাজ্যের রাজন্যস্মৃতি বিজরিত ঐতিহাসিক পর্যটন কেন্দ্র নীরমহল পরিদর্শনে আসেন। এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ রুদ্রসাগরের পাড়ে অবস্থিত সাগরমহলে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান সিপাহিজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি,পুলিশ সুপার, বিধায়ক সুভাষ দাস এবং রুদ্রসাগর সমবায় সমিতির কর্মকর্তারা।

এরপর তারা নীরমহল প্রাসাদ পরিদর্শন করেন সেই সাথে নীরমহল প্রাসাদের যাবতীয় খুঁটি নাটি জানার চেষ্টা করেন শ্রী খারে। নীরমহল প্রাসাদ পরিদর্শন শেষে পুনরায় সাগরমহলে ফিরে আসার পর অতিথিদের সম্মানে স্থানীয় শিল্পীদের মাধ্যমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে রাজ্য পর্যটন দপ্তরের পক্ষ থেকে নীরমহল প্রাসাদের ইতিহাস সংক্ষিপ্ত ভাবে তুলে ধরা হয় অতিথিদের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *