November 18, 2025

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়,নয়া উপাচার্য নিয়োগে তোড়জোড় শুরু কেন্দ্রের!!

 ত্রিপুরা বিশ্ববিদ্যালয়,নয়া উপাচার্য নিয়োগে তোড়জোড় শুরু কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য নিয়োগের তোড়জোড় শুরু করে দিয়েছে ভারত সরকার। শুধু তাই নয়, আগামী ৩১ শে ডিসেম্বরের মধ্যে নয়া উপাচার্য পেতে পারে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যেই প্রশাসনিক পদক্ষেপ নিল ভারত সরকার। উপাচার্য নিয়োগ ঘিরে সোমবার নয়াদিল্লীতে উচ্চপর্যারে বৈঠকও হয়েছে।শিক্ষামন্ত্রক সূত্রে খবর, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য নিয়োগের জন্য গত এপ্রিল মাসে বিজ্ঞপ্তি দিয়েছিল ভারত সরকার।উপাচার্য নিয়োগের জন্য গত ৫ মে থেকে ৩ জুন পর্যন্ত আবেদন সংগ্রহ হয়েছে। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে চাকরির জন্য সারা দেশ থেকে ১৮ জন সিনিয়র প্রফেসর আবেদন করেছিলেন। যদিও এরপর ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে কাজের সুপরিবেশ নেই, বহিঃরাজ্যের অধ্যাপক, অধ্যাপিকা উপাচার্য রেজিস্ট্রারার সহ অন্যান্য আধিকারিকদের নিরাপত্তা নেই- এই অভিযোগ এনে গত ১৮ আগষ্ট পর্যন্ত ১০ জন সিনিয়র প্রফেসর উপাচার্য পদের নিয়োগ প্রক্রিয়া থেকে সরে দাঁড়ান। এনিয়ে দেশব্যাপী আলোড়নের সৃষ্টি হয়েছে। শিক্ষামন্ত্রক সূত্রে খবর বর্তমানে উপাচার্য পদের নিয়োগ প্রক্রিয়ায় ৮ জন সিনিয়র প্রফেসর দৌড়ে রয়েছেন। যদিও এখনও পর্যন্ত এই ৮ জন সিনিয়র প্রফেসরের আবেদনপত্রগুলির কোন পরীক্ষানিরীক্ষা হয়নি। এমনকী তাদের সবাইকে সাক্ষাৎকার (ইন্টারভিউ)-এর জন্য ডাকা হবে কিনা এ নিয়েও কোন সিদ্ধান্ত হয়নি। ইন্টারভিউর দিনক্ষণ ডিসেম্বর মাসে স্থির হলেও কোন সুনির্দিষ্ট তারিখ সোমবারের বৈঠকে চূড়ান্ত করেনি শিক্ষামন্ত্রক।
যদিও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে দিল্লী বিশ্ববিদ্যালয়, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট এবং হরিয়ানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনিয়র অধ্যাপকদের রাখা হয়েছে।
জানা গিয়েছে উপাচার্য পদে নিয়োগ প্রক্রিয়ায় বর্তমানে দিল্লী বিশ্ববিদ্যালয়ের দুইজন সিনিয়র প্রফেসর, ওড়িশা থেকে একজন সিনিয়র প্রফেসর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট থেকে একজন করে সিনিয়র প্রফেসর, হরিয়ানা থেকে দুই জন এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে একজন বরিষ্ঠ প্রফেসরের রয়েছেন। এই ৮ জন সিনিয়র প্রফেসর মধ্যে একজন হবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য। এদিকে উপাচার্য নিয়োগ ঘিরে শিক্ষামন্ত্রকের এক সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত ইন্টারভিউর দিনক্ষণ চূড়ান্ত হয়নি। অবিলম্বে নয়া, উপাচার্য আসবেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে।জানা গিয়েছে, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বহিঃরাজ্য থেকে উপাচার্য, রেজিস্ট্রার, অধ্যাপক, অধ্যাপিকা, অন্যান্য আধিকারিক এলে তাদের নিরাপত্তা ঘিরে যে অভিযোগ উঠেছে, এনিয়ে নড়েচড়ে বসেছে ভারত সরকার। এই সমস্যা থেকে উত্তরণের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন সহ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন করে শিক্ষক-কর্মচারীদের বদলি নীতি চালুর বিষয়টিও উঠেছে। প্রথম পর্যায়ে গ্রুপ এ এবং গ্রুপ বি কর্মচারীদের বদলিনীতি আওতায় এরপর ধাপে ধাপে গ্রুপ সি কর্মচারীদের বদলিনীতির আওতায় আনার বিষয় উঠেছে। তবে ডিআরডব্লিউ, কনট্রাকচুয়াল, এবং গ্রুপ ডি কর্মচারীদের বদলিনীতিতে আনা হবে না বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *