August 1, 2025

ত্রিপুরায় হচ্ছে আন্তর্জাতিক মানের, পাম অয়েল গবেষণা কেন্দ্র প্রসেসিং ইউনিট: রতন নাথ!!

 ত্রিপুরায় হচ্ছে আন্তর্জাতিক মানের, পাম অয়েল গবেষণা কেন্দ্র প্রসেসিং ইউনিট: রতন নাথ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় ইতিমধ্যে ৪,০০০ হেক্টর জমিকে পাম তেল চাষের আওতায় আনা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে মধ্যে মোট ৭,০০০ হেক্টর জমিতে পাম তেল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজ্য সরকার।সোমবার বামুটিয়া এলাকায় তালতলায় অনুষ্ঠিত মেগা অয়েল পাম রোপণ অভিযান উদ্বোধন করে এই তথ্য জানান রাজ্যের কৃষিও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।
মন্ত্রী বলেন, আমাদের দেশ মাছ, চাল, ইত্যাদিতে আত্মনির্ভর হলেও, ভোজ্য তেলের ক্ষেত্রে আমরা এখনও আত্মনির্ভর হয়ে উঠতে পারিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিও চাইছেন, দেশ যেন ভোজ্য তেলের ক্ষেত্রেও স্বয়ংসম্পূর্ণ হয়। না হলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যায়। দক্ষিণ ভারত ও উত্তর-পূর্ব ভারতের জমি পাম তেল চাষের উপযোগী। এই কারণে সরকার এই অঞ্চলে পাম তেল চাষে জোর দিয়েছে।


তিনি আরও বলেন, রাবার বাগানে মাঝে অন্য কিছু চাষ করা যায় না, কিন্তু পাম তেল চাষের ফাঁকে কৃষকেরা অন্যান্য ফসলও চাষ করতে পারবেন।
দপ্তর তাদের সাহায্য করবে গাছপালা পরিষ্কার করা থেকে শুরু করে চারা বিতরণ পর্যন্ত সমস্ত কাজ দপ্তরই করবে।


মন্ত্রী জানান, পাম তেল থেকে দুই ধরনের তেল তৈরি হয় একদিকে রান্নার জন্য ব্যবহৃত পাম অয়েল, অন্যদিকে শিল্পের জন্য ব্যবহৃত পাম কার্নেল অয়েল।এছাড়াও, পাম অয়েল ব্যবহার হয় প্রসাধনী, ওষুধ, বায়োফুয়েল এবং বায়ো-লুব্রিক্যান্ট তৈরির ক্ষেত্রেও।


কৃষি মন্ত্রী জানান, ২০১২ সালে ভারত সরকারের ডিএসি কমিটি ত্রিপুরায় প্রাথমিকভাবে ৭,০০০ হেক্টর জমিকে পাম তেল চাষের উপযুক্ত হিসেবে চিহ্নিত করে। পরে ২০২০ সালে ICAR-IIOPR রি-ইভ্যালুয়েশন কমিটি ডিজিটাল ম্যাপিং-এর মাধ্যমে ১,৪৬,৩৬৪হেক্টর জমিকে সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করে।
মন্ত্রী জানান, ন্যাশনাল মিশন অন এডিবল অয়েলস- অয়েল পাম প্রকল্পের আওতায় উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ অধিকারের ভিত্তিতে রাজ্যে দুটি প্রক্রিয়াকরণ সংস্থা যুক্ত হয়েছে।২০২২ সালের ১ লা আগষ্ট গোদরেজ আগ্রোভেট প্রাইভেট লিমিটেড এবং ১০ আগষ্ট পতঞ্জলি ফুডস প্রাইভেট লিমিটেড-এর সঙ্গে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।
গোদরেজ আগ্রোভেট লিমিটেডকে ঊনকোটি, উত্তর ও ধলাই জেলা বরাদ্দ দেওয়া হয়েছে এবং পতঞ্জলি ফুডস লিমিটেড পেয়েছে খোয়াই, পশ্চিম, সিপাহিজলা, গোমতী ও দক্ষিণ জেলা।
২০২৪ সালের ১০ আগষ্ট ধলাই জেলার নালকাটায় গোদরেজ আগ্রোভেট লিমিটেড একটি পাম অয়েল প্রসেসিং ইউনিটের শিলান্যাস করে। একই সঙ্গে এই সংস্থা মালয়েশিয়ার SD Guthrie International Company-এর সঙ্গে যৌথ উদ্যোগে একটি আন্তর্জাতিক মানের গবেষণা ও সমাধান কেন্দ্রও স্থাপন করবে।
অন্যদিকে, পতঞ্জলি ফুডস লিমিটেড খুমুলুঙ এর কাছে গুরুপদ পাড়া বাগানে একটি পাম অয়েল প্রসেসিং ইউনিট স্থাপনের পরিকল্পনা করছে।মন্ত্রী শেষে বলেন, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যান মন্ত্রণালয় রাজ্যে ২০২৫-২৬ অর্থ বছরের মধ্যে ৭,০০০ হেক্টর জমিতে পাম তেল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধীন উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ অধিকার এই লক্ষ্যমাত্রা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *