August 2, 2025

ত্রিপুরায় বর্ষণে প্লাবিত বাংলাদেশ

শুক্রবার ও শনিবার প্রবল বৃষ্টিতে বাংলাদেশের আখাউড়ার বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়েছে। হাওড়া নদী দিয়ে নেমে আসা জলের তোড়ে ধসে গেছে বাঁধ। এতে প্রায় ত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকায় জলবন্দি হয়েছেন কয়েকশ বাসিন্দা। হাওড়া নদীর ভাঙ্গা বাঁধ ও প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাসক মোঃ শাহগীর আলম।
আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের একাংশ জলে তলিয়ে গেছে। ইমিগ্রেশন, কাস্টম’স ব্যাবসায়ীদের দপ্তরগুলোতে থৈ থৈ জল। বৃষ্টি ও উজানের জল নামা অব্যাহত থাকলে বন্ধ হয়ে যেতে পারে আখাউড়া স্থলবন্দর ও আন্তর্জাতিক ইমিগ্রেশনের কার্যক্রম।

শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশনস, কাস্টম অফিস, আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়ক, উপজেলার সীমান্তবর্তী, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন,মোগড়া ইউনিয়ন, মনিয়ন্দ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভেঙ্গে গেছে কর্নেল বাজার সংলগ্ন আড়িয়ল গ্রাম এলাকায় হাওড়া নদীর বাঁধ। এতে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সীমান্তের ঘর বাড়িতে হু হু করে ঢুকছে জল। ফসলি জমি, সবজি ক্ষেত ও পুকুর বানের জলে তলিয়ে গেছে। ঘর বাড়ি ছেড়ে মানুষকে আশ্রয় নিতে হয়েছে উঁচু স্থানের প্রাইমারি স্কুলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *