August 28, 2025

ত্রিপুরায় ২৭১ কিমি রেলপথের বিদ্যুতায়ন সম্পূর্ণ: বিদ্যুৎমন্ত্রী!!

 ত্রিপুরায় ২৭১ কিমি রেলপথের বিদ্যুতায়ন সম্পূর্ণ: বিদ্যুৎমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরার উন্নয়নের আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা হলো বুধবার। রাজ্যের চুরাইবাড়ি থেকে সাব্রুম পর্যন্ত মোট ২৭১ কিলোমিটার দীর্ঘ রেলপথে বিদ্যুতায়নের কাজ সম্পূর্ণ করেছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। এদিন, আগরতলা রেলস্টেশনে ১৩২ কেভি ট্রান্সমিশন লাইন এবং ১৩২ কেভি ফিডার উদ্বোধন করে এই কথাগুলো বলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, ১৯৬৪ সালে প্রথমবার উত্তর জেলার ধর্মনগরে ট্রেন পৌঁছায়। দীর্ঘ বিরতির পর ২০০৮ সালে আগরতলা ট্রেন পরিষেবার অন্তর্ভুক্ত হয়,এবং ২০১৯ সালে রেল পৌঁছায় সীমান্ত শহর সাব্রুমে।
তিনি বলেন, গত সাত বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে রেলের ব্যাপক রূপান্তর ঘটেছে। মিটার গেজ থেকে ব্রজগেজে রূপান্তর এবং ২০২৩ সালে আগরতলা-আখাউড়া আন্তর্জাতিক রেল সংযোগের সম্পূর্ণতা তার উজ্জ্বল প্রমাণ।
বর্তমানে চুরাইবাড়ি থেকে সাব্রুম পর্যন্ত মোট ২৭১ কিলোমিটার ব্রডগেজ লাইন বিদ্যুতায়নের আওতায় এসেছে। ‘অমৃত ভারত প্রকল্প’-এর অধীনে আগরতলা, উদয়পুর, কুমারঘাট এবং ধর্মনগর স্টেশনের উন্নয়ন কাজও চলছে। মন্ত্রী আরও বলেন, বর্তমানে ত্রিপুরা থেকে ১৯টি গুরুত্বপূর্ণ ট্রেন চলাচল করছে। এর মধ্যে রয়েছে আগরতলা-শিলচর, ত্রিপুরাসুন্দরী, রাজধানী, জনশতাব্দী, আগরতলা-গুয়াহাটি, গরিব রথ ও মুম্বাই স্পেশাল সহ একাধিক ট্রেন। পাশাপাশি চারটি ডেমু ট্রেন প্রতিদিন চলাচল করছে। প্রতিদিন প্রায় বারো হাজার যাত্রী ট্রেনে নানা জায়গায় যাতায়াত করছে। এদিন, রেলপথে বিদ্যুতায়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, আগে কয়লার ইঞ্জিন, পরে ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হতো। কিন্তু পরিবেশের ক্ষতিকর প্রভাবের কারণে এখন বিদ্যুৎচালিত ট্রেনে জোর দেওয়া হচ্ছে। বর্তমানে দেশের মোট ৬৯,৫০০ কিলোমিটার ব্রডগেজ লাইনের মধ্যে ৬৮,৬০০ কিলোমিটার বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে, যা ৯৮.৮০ শতাংশেরও বেশি। এর সঙ্গে যুক্ত হলো ত্রিপুরার ২৭১ কিলোমিটার রেললাইন। * মন্ত্রীর দাবি, কেন্দ্রীয় সরকার ও এনএফআর চাইলে এখনই বিদ্যুৎচালিত ট্রেন পরিষেবা শুরু করা সম্ভব।
রতনবাবু আরও বলেন, বিদ্যুৎ ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। তাই সৌরশক্তির ব্যবহার বাড়াতে রাজ্যে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ৪৫টি স্থানে চার্জিং স্টেশন তৈরি করা হচ্ছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়িকা মীনা রানি সরকার, বিধায়ক অভিষেক দেবরায়, ত্রিপুরা বিদ্যুৎ নিগমের এমডি বিশ্বজিৎ বসু সহ অন্য আধিকারিকরা।এছাড়াও উপস্থিত ছিলেন এনএফআরের ঊর্ধ্বতন আধিকারিক সহ বিশিষ্ট জনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *