তৈরি আছে ভারত!!

 তৈরি আছে ভারত!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্যের শুরুতেই তিনি দেশের সেনাদের থেকে শুরু করে এই অপারেশনের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন, পাশাপাশি এর কৃতিত্ব সমর্পণ করেন দেশের সমস্ত মা বোনদের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রী বলেন, গত ২২শে এপ্রিল কাশ্মীরের পঁহেলগামে নিরীহ পর্যটকদের তাদের ধর্ম জিজ্ঞেস করে হত্যা করা হয়েছিল। স্ত্রীদের সিঁথির সিঁদুর কেড়ে নেওয়া হয়েছিল। ঐদিন যে হাড় হিম করা ঘটনা সংঘটিত করেছিল জঙ্গিরা তার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। এই ঘটনার বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ গ্রহণের জন্য ভারতীয় সেনাদের মুক্ত হস্ত করে দেওয়া হয়েছিল। অপারেশন সিঁদুরের পর জঙ্গি সংগঠনগুলো জেনে গেছে ভারতের মহিলাদের সিঁথির সিঁদুর সরানোর পরিনাম কী। তিনি আরো বলেন, অপারেশন সিঁদুর শুধু একটা নামই নয়, এটি কোটি কোটি ভারতবাসীর আবেগের প্রতীক। পাকিস্তান কোনদিন কল্পনাও করতে পারেনি ভারত এই ঘটনার বিরুদ্ধে এত বড় সিদ্ধান্ত নিতে পারে। গত ৬ই মে গভীর রাতে অপারেশন সিঁদুর সংঘটিত করে ভারতীয় সেনা। পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। ভারতের এই হামলার পর শুধুমাত্র জঙ্গি সংগঠনগুলোই ধ্বংস হয়নি বরং সমস্ত জঙ্গিদের আত্মবিশ্বাস ভেঙে পড়েছে। ৯/১১ থেকে শুরু করে ভারতে এখন পর্যন্ত যতগুলো হামলা সংগঠিত হয়েছে সবগুলোর সঙ্গেই কোন না কোনভাবে এই জঙ্গি ঠিকানা গুলো জড়িয়ে ছিল। এই কারণেই ভারত জঙ্গি সংগঠনের ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, বিগত প্রায় আড়াই তিন দশক ধরে জঙ্গিরা খোলামেলা ভাবে ঘুরছে। ভারত এক ঝটকায় তাদের সবকিছু শেষ করে দিয়েছে। এর ফলে পাকিস্তান এখন হতাশাগ্রস্থ এবং এর ফলে আরো এক দুঃসাহস দেখিয়েছে পাকিস্তান এবং ভারতে হামলা শুরু করেছে। স্কুল-কলেজ- মন্দির-গুরুদুয়ারা ইত্যাদিকে নিশানা করেছে পাকিস্তান। কিন্তু তাতেও সাফল্য পায়নি। পাকিস্তানের সমস্ত ড্রোন মিসাইলকে আকাশেই ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে ভারত। ভারত সরাসরি পাকিস্তানের বুকে প্রহার করেছে। পাকিস্তানি এয়ার বেস যার উপর তাদের সব থেকে বেশি অহংকার ছিল সেই এয়ার বেস ধ্বংস করে দিয়েছে ভারত। ভারতের এই হামলার পর পাকিস্তান এখন বাঁচার উপায় খুঁজতে শুরু করেছে। এর ফলেই গত ১০ই মে পাকিস্তানি সেনা ভারতের DGMO দের সঙ্গে যোগাযোগ করে। পাকিস্তান জানায় যে, তারা ভারতের ওপর আর কোন দুঃসাহস দেখাবে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন ভাষণে স্পষ্ট জানিয়ে দেন যে, সবকিছু শুধুমাত্র স্থগিত রাখা হয়েছে। পাকিস্তানের পরবর্তী পদক্ষেপ দেখবে ভারত এবং এরপরেই ভারত নিজের মতো করে বিষয়টিকে বুঝে নেবে। কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, সার্জিক্যাল স্ট্রাইক এয়ার স্ট্রাইক এর পর অপারেশন সিঁদুর আতঙ্কবাদের বিরুদ্ধে এক নতুন রেখা তৈরি করেছে। এদিন প্রধানমন্ত্রী স্পষ্টভাবে তিনটি বিষয় জানিয়ে দেন নিজের বক্তব্যের মধ্য দিয়ে।
(১) আগামী দিনেও এই সন্ত্রাস এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে ভারত। ভারত নিজেদের মতো করে জঙ্গিদের জবাব দেবে।
(২)নিউক্লিয়ার ব্ল্যাকমেইল ভারত কোনভাবেই সহ্য করবে না। এবং
(৩) জঙ্গিদের ও সন্ত্রাসবাদকে সহায়তা দেওয়া সরকার কাউকেই আলাদা করে দেখা হবে না।

প্রধানমন্ত্রী বলেন, বিগত কয়েকদিনের কিছু ঘটনা প্রমাণ করে দিয়েছে যে, এই সন্ত্রাসবাদ মদতপুষ্ট সন্ত্রাসবাদ। যখনই প্রয়োজন পড়বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। এখনো পর্যন্ত যতবার পাকিস্তানের সঙ্গে ভারত লড়েছে ততবারই পাকিস্তানকে মাটিতে মিশিয়ে দিয়েছে ভারত। এই মুহূর্তে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে একত্রিত থাকাই সবচেয়ে বড় শক্তি। এই যুগ যুদ্ধের নয়, তবে সন্ত্রাসবাদেরও নয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সই দেশকে সুসংগঠিত করার গ্যারান্টি। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তান সরকার এবং পাকিস্তানি সেনা যেভাবে সন্ত্রাসীদের সহযোগিতা দিচ্ছে তা একদিন পাকিস্তানকেই শেষ করে দেবে। বাণিজ্য এবং সন্ত্রাস যেমন একসাথে হতে পারে না ঠিক সেভাবেই জল আর রক্ত একসাথে বইতে পারে না। প্রধানমন্ত্রী এদিন নিজের বক্তব্যে একটি বিষয়ের উপরই বিশেষ জোর দিয়ে বলেন, পাকিস্তানের সঙ্গে কথা হলে শুধুমাত্র সন্ত্রাসবাদ ও পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে। তিনি ভগবান বুদ্ধের বাণীর কথা উল্লেখ করে বলেন, ভগবান বুদ্ধ শান্তির রাস্তা দেখিয়েছেন। কিন্তু শান্তির রাস্তাও শক্তি হয়েই যায়। তাই ভারতকে শক্তিশালী হওয়া জরুরি এবং প্রয়োজনে সেই শক্তির ব্যবহার ও প্রয়োজন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শেষে পুনরায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ভারতীয় সেনাদের স্যালুট জানান এবং সমস্ত ভারতবাসীর এক থাকার শপথ ও সংকল্পকে প্রণাম জানান।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.