August 6, 2025

তেলিয়ামুড়া গ্রামীণ জনপদে ফের হাতির আনাগোনা!!!

 তেলিয়ামুড়া গ্রামীণ জনপদে ফের হাতির আনাগোনা!!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, তেলিয়ামুড়া।। বেশ কিছুদিন উধাও হয়ে থাকার পর আবারো বন্য দাঁতাল হাতির আনাগোনায় আতংক বেড়েছে তেলিয়ামুড়া গ্রামীণ এলাকার জনগণের। বিগত কিছুদিন চুপচাপ থাকার পর আবারো বন্য দাঁতাল হাতি তেলিয়ামুড়ার গ্রামীণ জনপদ গুলিতে রাতে হাজির হচ্ছে। এমনি ঘটনা প্রত্যক্ষ করা গেল সোমবার গভীর রাতে ।

এদিন বন্য হাতির দল উত্তর কৃষ্ণপুর সহ, চাকমা ঘাট, কপালি টিলা বিভিন্ন জনবসতি এলাকায় নেমে আসে। ফলে কপালে কারণে চিন্তার ভাঁজ পড়েছে হাতি তাড়ানোর কাজে নিয়োজিত এ.ডি.এস টিমের কর্মীদের। এলাকায় বসবাস কারি লোকজনও আতঙ্কে দিন কাটাচ্ছে। জানাগেছে, এই বন্য হাতির দলটি প্রায় একমাস নমন জয় বাড়ির গভীর জঙ্গলে ছিলো। এখন পুনরায় এই হাতির দলটি লোকালয়ে প্রবেশ করেছে। বনাঞ্চলে খাদ্য সংকট দেখা দেওয়ার কারণে মূলত এই হাতির দলটি লোকালয়ে প্রবেশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *