August 5, 2025

তুরস্কের সামরিক বাহিনীর সর্বোচ্চ পদ পেলেন

 তুরস্কের সামরিক বাহিনীর সর্বোচ্চ পদ পেলেন

তুরস্কের সামরিক বাহিনীতে প্রথম একজন মহিলাকে সর্বোচ্চ জেনারেল পদে নিয়োগ করা হল।ওজলেম ইলমাজ নামে তুরস্কের ওই মহিলাকে চলতি সপ্তাহে জেনারেল পদে নিয়োগ করা হবে । তুর্কি সংবাদমাধ্যম জানিয়েছে , ওজলেম ইলমাজকে তুরস্কের সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করা হয়েছে । এর আগে তিনি দেশটির সিনিয়র কর্নেল পদে কর্মরত ছিলেন । সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে , পদোন্নতি পাওয়ার পর ব্রিগেডিয়ার জেনারেল ওজলেম ইলমাজ এখন থেকে রাজধানী আঙ্কারায় অবস্থিত জেন্ডারমেরি অ্যান্ড কোস্ট গার্ড একাডেমির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। ওজলেম ইলমাজ ছাড়াও চলতি সপ্তাহে তুরস্কের সামরিক বাহিনীর দুইজন লেফটেন্যান্ট জেনারেল, ১৬ জন মেজর জেনারেল এবং ১৩ জন ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে পদোন্নতি এছাড়া জেনারেল পেয়েছেন । আরিফ সেতিন জেন্ডারমেরি জেনারেল কমান্ডের প্রধান হিসাবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। এদিকে তুর্কি সংবাদসংস্থা আনাদোলু এজেন্সির উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম সিয়াসাত জানিয়েছে , তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সিদ্ধান্তে ইলমাজকে ব্রিগেডিয়ার জেনারেল পদে নিয়োগ দেওয়া হয় । ওজলেম ইলমাজ গার্হস্থ্য সহিংসতা মোকাবিলা এবং শিশুদের সহায়তা করার জন্য বেশ কয়েকটি গ্রামীণ অঞ্চলে দল নিয়ে দায়িত্ব পালন করার পর তুরস্কের প্রথম মেজর হয়েছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *