তিন ঘন্টা ধরে ৫০ ফুট উপরে উঠে আটকে রইল নাগরদোলা!

 তিন ঘন্টা ধরে ৫০ ফুট উপরে উঠে আটকে রইল নাগরদোলা!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-কমপক্ষে ৩০ জন মানুষ৷ জমি থেকে ৫০ ফুট উপরে উঠে শূন্যে ভাসমান অবস্থায় থেমে গেল বিনোদন পার্কের জয়রাইড৷ শুরু হয় আটকে পড়া লোকের আর্ত চিৎকার। দীর্ঘ ক্ষণ শূন্যে আটকে রইলেন তাঁরা৷ মঙ্গলবার বিকেলে ভয়াবহ এই ঘটনাটি ঘটে চেন্নাইয়ের এক বিনোদন পার্কে৷ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ৩৫ জন দমকলকর্মী এবং স্থানীয় থানার পুলিশ পৌছায়। উদ্ধারকার্যে সহায়তার হাত বাড়ান স্থানীয় বাসিন্দারাও৷ প্রথমে মই এনে নামিয়ে আনার চেষ্টা করা হয়৷ কিন্তু তাতে চেষ্টা ব্যর্থ হয়৷ ৩ ঘণ্টা পর স্কাই লিফ্ট পদ্ধতির সাহায্যে ক্রেনে করে নামিয়ে আনা হয় আটকে পড়া ৩০ জনকে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.