তিউনিসিয়ায় আটকা পড়েছেন ৪৮ জন ভারতীয় বাড়ি ফেরাতে চেয়ে আর্জি!!
অনলাইন প্রতিনিধি :- ঝাড়খণ্ডের ৪৮ জন পরিযায়ী শ্রমিক তিউনিসিয়ায় গিয়েছিলেন কর্মসুত্রে। সেখানে গিয়ে তাঁরা কঠোর পরিস্থিতির মুখোমুখি এবং বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হচ্ছেন। দিল্লি-ভিত্তিক একটি বেসরকারি সংস্থার মাধ্যমে উত্তর আফ্রিকার এই দেশে তাদের নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিনা বেতনে দিনের মধ্যে ১২ ঘণ্টা করে কাজকরানোর অভিযোগ উঠেছে। ওই দেশে খাবারের জোগানে খুব টানাটানি চলছে,শ্রমিকরা অভিযোগ করেছেন কোম্পানি তাদের গত তিন মাস ধরে বেতন দিচ্ছে না এবং অতিরিক্ত সময় কাজ করাচ্ছে। তারা বাড়ি ফিরতে চায় কিন্তু কোম্পানি তাদের অনুমতি দিচ্ছে না,” তিনি আরও বলেন, শ্রমিকরা কেন্দ্র এবং ঝাড়খণ্ড সরকারের কাছে সাহায্য চেয়েছেন। আটকে পড়া ৪৮ জন শ্রমিকের মধ্যে ১৯ জন হাজারিবাগ জেলার, ১৪ জন গিরিডিহ জেলার এবং ১৫ জন ঝাড়খণ্ডের বোকারো জেলার।