তামিলনাড়ুতে চলন্ত ট্রেনের ধাক্কা স্কুলবাসে!

অনলাইন প্রতিনিধি :- তামিলনাড়ুতে চলন্ত ট্রেন ধাক্কা মারে স্কুলবাসে, ভয়াবহএই দুর্ঘটনায় কমপক্ষে ৩ পড়ুয়ার মৃত্যু হয়েছে।স্থানীয়রা রেলের অব্যবস্থাকেই এই দুর্ঘটনার জন্য দায়ী করছেন। মঙ্গলবার সাতসকালে মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটে তামিলনাড়ুর কুড্ডালোর জেলায়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে কমপক্ষে তিন পড়ুয়া। আহত বহু।
সকাল সাতটা নাগাদ দুর্ঘটনা ঘটে চিদাম্বরমের সেমাঙ্গুপ্পামের কাছে থাকা একটি রেলওয়ে লেভেল ক্রসিংয়ে। জানা গিয়েছে, পড়ুয়াদের স্কুলে নিয়ে যাচ্ছিল বাসটি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, তাড়াহুড়োয় রেলওয়ে লেভেল ক্রসিং পেরনোর সময় দ্রত গতিতে আসা ট্রেনটি দেখতেই পাননি বাসের চালক। রেল লাইনের উপর বাসটি উঠতেই কুড্ডালোর থেকে মায়িলাদুথুরাইগামী ট্রেন সজোরে ধাক্কা মারে বাসকে। ট্রেনে ধাক্কায় স্কুলবাসটি বেশ কয়েক ফুট দূরে ছিটকে পড়ে উল্টে যায়। দুমড়ে মুচড়ে গিয়েছে বাসটি। বিকট আওয়াজ শুনে আশপাশের লোকজন দৌড়ে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে পড়ুয়াদের উদ্ধার করে।