August 1, 2025

তামাক বিরোধী প্রচারে মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট!!

 তামাক বিরোধী প্রচারে মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট!!

অনলাইন প্রতিনিধি :-আজ বিশ্ব তামাক বিরোধী দিবস। প্রতি বছর ৩১ মে দিনটি বিশ্বব্যাপী তামাক বিরোধী দিবস হিসেবে পালিত হয়ে থাকে। ১৯৮৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকের দিনটিকে বিশ্ব তামাক বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। আজকের দিনটি রাজ্য ব্যাপী সরকারী এবং বেসরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে সচেতনতামূলক প্রচারের মাধ্যমে পালন করা হচ্ছে। উল্লেখ্য, শুক্রবার আগরতলা মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে তামাকের কুফল নিয়ে পথচারী জনগণকে সচেতন করা হয় এবং তামাক বর্জনের আবেদন জানান। পাশাপাশি সচেতনতামূলক একটি লিফিলেট বিতরণ করা হয়। আগামীদিনেও মহিলা মহাবিদ্যালয় এনএসএস ইউনিটের এধরণের কর্মসূচী জারি থাকবে বলে জানিয়েছেন এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *