August 19, 2025

ডিগ্রি লাভের সঙ্গে হাতের কাজও শিখতে হবে ছাত্রছাত্রীদের: কৃষিমন্ত্রী!!

 ডিগ্রি লাভের সঙ্গে হাতের কাজও শিখতে হবে ছাত্রছাত্রীদের: কৃষিমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-শুধু বৃক্ষ রোপণ চলবে না। রক্ষণাবেক্ষণ করতে হবে এবং উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে। বর্তমান গ্লোবাল ওয়ার্মিং-এর যুগে পৃথিবীর যে জ্বর হচ্ছে তার একমাত্র ওষুধ হচ্ছে বৃক্ষরোপণ। সোমবার মোহনপুর স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে রোটারি ক্লাব অব অ্যাস্পায়ারিং-এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্দেশে এই বার্তা দিলেন কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। কলেজ প্রাঙ্গণে মন্ত্রী একটি বৃক্ষরোপণ করেন। বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং-এর জন্য আধুনিকতার সমাজব্যবস্থাকে দায়ী করলেন মন্ত্রী।তিনি একটি উদাহরণ টেনে বলেন,গত বছর দিল্লীতে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল ৫২ ডিগ্রি সেলসিয়াস।যা ভারতের সবচেয়ে বড় রেকর্ড।
অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উপকারিতার বর্ণনার পাশাপাশি উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, শুধুমাত্র সার্টিফিকেট জ্ঞানে নিজেকে সীমাবদ্ধ না রেখে হাতের কাজও শিখতে বলেন। তিনি বুঝিয়ে দিলেন, মোমবাতি হাতে চাকরির মিছিল করে মোমবাতি নিভে গেলে মনের মধ্যে অসন্তোষ আসতে পারে। কেননা বর্তমান প্রতিযোগিতার বাজারে সেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। তাই সে জায়গায় হেরে গেলে জীবনে যাতে না হেরে যায় তার জন্য হাতের কাজ শিখে রাখলে আত্মনির্ভর হতে সুবিধা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারাধন সাহা,রোটারি ক্লাব অফ আস্পায়ারিং আগরতলার সভাপতি ডক্টর দামোদর চ্যাটার্জি এবং সংস্থার সচিব ঝুমুর বনের সেনগুপ্ত সহ অন্যান্যরা। এদিন রোটারি ক্লাবের কলেজের এনসিসি এ্যডেট রেশমি দত্ত এবং সুস্মিতা দেবনাথের কাজের প্রশংসাস্বরূপ কৃষিমন্ত্রীর হাত দিয়ে রোটারি ক্লাবের তরফে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
স্কুল কিংবা কলেজ জীবনে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ফাঁকি না দিতে বলেন কৃষিমন্ত্রী। বিবেকানন্দের বিভিন্ন উক্তি উদ্ধৃতি দিয়ে তাদের জীবনে চলার পথের উদ্দেশ্যগুলিকে আলোকপাত করেন। তাদের বলেন কে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ এতটাই বৃদ্ধি পাচ্ছে যে আগামী দিন আসছে। তাই শুধু বেঁচে থাকার জন্য জীবন যাপন করলে চলবে না। যেকোনো অনুষ্ঠানে গাছ লাগানোর অনুরোধ রাখেন সবার প্রতি।অনুষ্ঠানে রোটারি ক্লাবের এই ধরনের পরিবেশ বান্ধব মূলক কাজের প্রশংসা করেন
বৃক্ষরোপণ, শিক্ষা, স্বাস্থ্যচ দারিদ্র দূরীকরণ ইত্যাদি সামাজিক কাজের মধ্য দিয়ে রোটারি ক্লাব নতুন দিগন্তের সূচনা করে যাচ্ছে।স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় কলেজের অধ্যক্ষ আগামী ভবিষ্যৎ জীবন সুন্দর থেকে সুন্দর করার জন্য নানা উপদেশ দেন। তিনি বলেন, ইতিহাস পড়া এবং ইতিহাস গড়া দুটি ভিন্ন অবস্থান। তাই জীবনে ইতিহাস গড়তে ছাত্র ছাত্রীদের আগামী দিনের জন্য সেই ভাবে প্রস্তুত হতে আহ্বান রাখেন। অনুষ্ঠান রোটারি ক্লাবের সভাপতি ডক্টর দামোদর চ্যাটার্জি স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের এই কাজে সহযোগিতার জন্য প্রশংসার পাশাপাশি কলেজ ছাত্র-ছাত্রীদের রূপায়ণ করা বৃক্ষগুলি পরিদর্শন এবং পরিচর্যা করতে দায়িত্ব দেন।সংস্থার সচিব ঝুমুর বণিক সেনগুপ্ত বলেন,এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশগত দায়িত্বের সম্মিলিত চেতনাকে আরও জাগিয়ে তুলবে ছাত্র ছাত্রীদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *