August 2, 2025

ডাবল ইঞ্জিনে বেহাল সড়ক, ঘুমে সরকার!!

 ডাবল ইঞ্জিনে বেহাল সড়ক, ঘুমে সরকার!!

অনলাইন প্রতিনিধি :-বেহাল সড়ক গুলি মেরামতের দাবিতে বুধবার ভোর থেকে কাঞ্চনপুর মহকুমার আনন্দবাজার থেকে রায়মনিপাড়া ভায়া শাকান শেরমন পর্যন্ত রাস্তায় বিক্ষোভ আন্দোলন শুরু করেছে আম জনতা। স্থানীয় গাড়ি চালক এবং এলাকাবাসি একযোগে এই আন্দোলনে সামিল হয়েছে। ভোর থেকেই এই আন্দোলনে আশাপাড়া,আনন্দবাজার, সুভাষনগর,গছিরামপাড়া, শাখানটাং সহ বিস্তীর্ন জনজাতি অধ‍্যুষিত এলাকাগুলি থেকে শত শত জনজাতি সম্প্রদায়ের মানুষ সামিল হয়েছে । এলাকার গাড়ি চালকরা বেশি সংখ‍্যায় সামিল হতে দেখা গেছে। আন্দোলনকারীরা জানায়, আনন্দবাজার থেকে রায়মনিপাড়া পযর্ন্ত রাস্তা স্থাপনের দাবি দীর্ঘ বছর ধরে। ওই এলাকায় রাস্তা না করার ফলে দীর্ঘদিন ধরে আনন্দবাজার সংলগ্ন দশটি গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবার চরম দুর্ভোগ পোহাচ্ছে। ওই সব এলাকার জুমিয়ারা তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছে না। মাথায় এবং পিঠে করে ১৫-১৬ কিলোমিটার পথ অতিক্রম করে উৎপাদিত ফসল নিয়ে  তাদের আনন্দবাজার হাটে আসতে হয়। এলাকায় কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে আনন্দবাজার হাসপাতালে নিয়ে আসা সম্ভব হয় না। ফলে বহু বৎসর ধরে বিনা চিকিৎসায় অনেকেরই জীবন গেছে। কিন্তু কর্তৃপক্ষ ওই সব এলাকায় রাস্তা সারাইয়ের কোন ব্যবস্থা নিচ্ছে না। এই রাস্তার দায়িত্বপ্রাপ্ত দপ্তর হলো পি এম জি এস ওয়াই। কাঞ্চনপুর মহকুমায় পি এম জি এস ওয়াই রাস্তার নামে কোটি কোটি টাকার ঘোটলার সংবাদ একাধিক বার প্রকাশ হলেও দপ্তর কর্তা অর্থাৎ দপ্তরের মূখ্য বাস্তুকার বিমল দাশ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে যাচ্ছেন। কাঞ্চনপুরে পি এম জি এস ওয়াই দপ্তর থেকে রাস্তা নির্মাণের নামে কোটি কোটি টাকার নয়ছয় বানিজ্য চলছে। অথচ রাজ্য সরকারের কোনও হেলদোল নেই। সরকার শুধু তথাকথিত সুশাসন ও উন্নয়নের শ্লোগান দিয়ে বেড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *