August 2, 2025

ডাবল ইঞ্জিনে বেহাল জনজীবন!!

 ডাবল ইঞ্জিনে বেহাল জনজীবন!!

অনলাইন প্রতিনিধিঃ- সামান্য বৃষ্টিতেই জলাশয়ে পরিনত হয়ে আছে অমরপুর-নূতন বাজার সড়কের ডালাক বাজার সংলগ্ন সড়ক এলাকা। অনেকে বলছেন, সরকার ইচ্ছে করলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে পর্যটন কিংবা মৎস দপ্তরের আওতায় নিয়ে সড়কের উপর তৈরি হওয়া জলাশয়ে বোট নামিয়ে অথবা মৎস চাষ করে অনায়াসে কিছু আয় করতে পারে।
গত বছর সাতেক ধরেই কেন্দ্রীয় নির্মান সংস্থা এনএইচআইডিসিএলের কর্মকর্তাদের নিজেদের পকেট ভর্তি করার ধান্ধায় সড়ক সংস্কারের নামে সড়কের উপর সরোবর তৈরির ব্যবস্হা করে দিয়েছে। যার খেসারত দিচ্ছেন ওই সড়কে নিত্য যাতায়াতকারী যানবাহন চালক ও যাত্রী সাধারণেরা। দ্বিচক্র যান চালকরা ওই সড়কে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে নোংরা জলে হাবুডুবু খাচ্ছেন প্রতিনিয়ত। অথচ, কারোর কোনও হেলদোল নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *