September 19, 2025

ডাক পেলো ৩৯ ক্রিকেটার

 ডাক পেলো ৩৯ ক্রিকেটার

মাঝে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আগামী সোমবার (১০ অক্টোবর) থেকে অনূর্ধ্ব পঁচিশ ক্রিকেটারদের ক্যাম্প শুরু হচ্ছে। এবার শুরু হচ্ছে স্কিল ক্যাম্প। অর্থাৎ ব্যাট বলের প্রস্তুতি। গত ত্রিশ সেপ্টেম্বর ফিটনেস ক্যাম্পে উত্তীর্ণ হওয়াদের নিয়েই এবার স্কিল ক্যাম্প শুরু হচ্ছে। নভেম্বরের কুড়ি তারিখ থেকে ত্রিবান্দ্রামে অনূর্ধ্ব পঁচিশ দলের একদিনের টুর্নামেন্ট শুরু হবে। হাতে ভালো সময়ই রয়েছে। তবে স্কিল ক্যাম্পের নামে অযথা বেশি সময় না করে ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ খেলানোর ব্যবস্থা করলেই মঙ্গল। কারণ এই ক্যাম্প ক্যাম্প খেলার কুফল কিন্তু কী হতে পারে তার জলজ্যান্ত উদাহরণ সদ্য পণ্ডিচেরীতে জুনিয়র মহিলা দলের পাঁচ খেলায় পাঁচটিতে পরাজয় লজ্জা। অতীতে যা কোনওদিন হয়নি এবার তাই হলো। তাই এর থেকে যদি এখন শিক্ষা না নেয় তাহলে অনূর্ধ্ব পঁচিশ দলের জন্যও সুখকর হবে না। আজ অনূর্ধ্ব পঁচিশ ক্রিকেটারদের স্কিল ক্যাম্পে ঊনচল্লিশজন ক্রিকেটারকে ডাকা হয়েছে। যার মধ্যে আটজন সিনিয়র দলের সঙ্গে মুস্তাক আলি টুর্নামেন্টে ব্যস্ত। তারা জয়পুরে টুর্নামেন্ট শেষ করে স্কিল ক্যাম্পে যোগ দেবে। স্কিল ক্যাম্পে যারা ডাক পেলো : শ্যামসাকিল গণ, অরিন্দম বর্মণ, কিষান মুড়াসিং, ঋতুরাজ দেবনাথ, রিয়াজ উদ্দিন, শুভম সূত্রধর, বাবুল দে, সাহিল সুলতান, সায়ন্তন দেববর্মা, বিজয় বিশ্বাস, রিতায়ন দে, বিজয় রায়, অপূর্ব বিশ্বাস, তন্ময় ঘোষ, কাজল সূত্রধর, ভিকি সাহা, জয়দেব দেব, আবু তাহের, সুজিত চন্দ্র দেব, সৌরভ দাস, মনির হোসেন, শ্রীদাম পাল, বিক্রম কুমার দাস, অর্কপ্রভ সিন্হা, পল্লব দাস, চন্দন রায়, শারুক হোসেন, শঙ্কর পাল, বিক্রম দেবনাথ, তন্ময় দাস, ইন্দ্ৰজিৎ দেবনাথ, অমরেশ দাস, স্বরাব সাহানি, অর্জুন দেবনাথ, তাপস মণ্ডল, পারভেজ সুলতান, দীপায়ন দেববর্মা, সন্দীপ সরকার ও সেন্টু সরকার। ক্রিকেটারদের সোমবার বিকাল চারটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে হবে। কোচ জয়ন্ত দেবনাথ, ধনঞ্জয় দে। ট্রেনার অচিন্ত চক্রবর্তী ও অজয় পাল । চিকিৎসক দেবরাজ দত্ত। যে আটজন পরে যোগ দেবে এরা হলো : শ্রীদাম পাল, শঙ্কর পাল, বিক্রম কুমার দাস, অর্কপ্রভ সিন্হা, শারুক হোসেন, বিক্রম দেবনাথ, পারভেজ সুলতান ও সন্দীপ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *