August 3, 2025

টি এস ইউ – এর রাজ্য সম্মেলন

 টি এস ইউ – এর রাজ্য সম্মেলন

দৈনিক সংবাদ অনলাইন।। রবিবার আগরতলা টাউনহলে অনুষ্টিত হলো উপজাতি ছাত্র ইউনিয়নের রাজ্য কনভেনশন। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার,সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক রতন ভৌমিক, প্রাক্তন সি ই এম রাধা চরণ দেববর্মা ,এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সহ সম্পাদিকা দিপ্সিতা ধর সহ অন্যান্যরা।

কনভেনশনে যোগ দিতে এসে পশ্চিমবঙ্গের এই লড়াকু ছাত্র নেত্রী দেশের শিক্ষা নীতির বিরুদ্ধে আঙুল তুলেন।বলেন, দেশের বিজেপি সরকার শিক্ষা ব্যবস্হাটাকেই শেষ করে দিতে চাইছে। শিক্ষা এখন বাজারের সামগ্রী ক্রয় করার মতো। যার হাতে টাকা আছে সেই ক্রয় করতে পারবে।এই পরিস্থিতি পরিবর্তনের জন্যই আমাদের আন্দোলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *