August 1, 2025

টিসিএর বর্তমান কমিটির পদত্যাগ দাবি অভিভাবকদের!!

 টিসিএর বর্তমান কমিটির পদত্যাগ দাবি অভিভাবকদের!!

অনলাইন প্রতিনিধি :-হয়তো এটাই দেখার বাকি ছিল। জাতীয় ক্রিকেটে ধারাবাহিক চরম রকমের ব্যর্থতার দায়ভার মাথায় নিয়ে এবার টিসিএর বর্তমান কমিটিকে পদতাগ করার জন্য পরামর্শ দিয়েছেন রাজ্যের ক্রিকেট মহল। অন্যথায় টিসিএর বর্তমান কমিটিকে অপসারণের জন্য আইনের দরজায় টোকা দেওয়ার জন্যও রাজ্যের আমজনতার কাছে অনুরোধ জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটারদের একটা বড় অংশ। জানা গেছে, পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবিলম্বে টিসিএর বর্তমান কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্যও দাবি করেছেন অভিভাবকরা। রাজ্যের ক্রিকেট মহল থেকে শুরু করে রাজ্যের বড় অংশের প্রাক্তন ক্রিকেটার এবং অভিভাবকদের অভিযোগ হলো, টিসিএর বর্তমান কমিটির আমলে নজিরবিহীনভাবে একের পর এক জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে ভরাডুবি হচ্ছে বিভিন্ন ক্রিকেট টিমের। কিন্তু দেখা যাচ্ছে যে টিসিএর বর্তমান কমিটি বিনা টেন্ডারে লাখ লাখ টাকা খরচ করার পাশাপাশি তাদের কাছের লোকদের বিভিন্ন ক্রিকেট টিমের সাথে দৈনিক হাজার হাজার টাকা ডিএ দিয়ে আমোদ প্রমোদ ভ্রমণ করার জন্য পাঠিয়ে যাচ্ছে। টিসিএর কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তীর নিয়ন্ত্রণে গোটা টিসিএ আজ আর্থিক দুর্নীতি এবং চূড়ান্ত স্বজনপোষণের অভিযোগে অভিযুক্ত হয়ে পড়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে বিসিসিআইর বিভিন্ন জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে ত্রিপুরা টিমের শুধু ভরাডুবি আর ভরাডুবি। এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের থেকে শুরু করে ক্রিকেট মহলের দাবি, টিসিএর বর্তমান কমিটি তাদের ব্যর্থতার দায়ভার মাথায় নিয়ে পদত্যাগ করুক। নতুবা তাদের অপসারণ করার জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনেকেই।পাশাপাশি টিসিএর আজীবন সদস্যদের মধ্যে অনেকেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, টিসিএর এই কমিটির আমলে ক্রিকেট এবং ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় কোনও সঠিক পদক্ষেপ দেখা যাচ্ছে না। নজিরবিহীনভাবে টিসিএর বর্তমান কমিটি ছেলেদের সিনিয়র ক্রিকেট টিমের পর কি না সিনিয়র মহিলা ক্রিকেট টিমের অধিনায়কের দায়িত্ব ভিন্ রাজ্যের মহিলা ক্রিকেটারের হাতে তুলে দিয়েছে যা রাজ্য ক্রিকেটের জন্য রীতিমতো অপমানজনক।সুতরাং জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে ধারাবাহিক ব্যর্থতা এবং রাজ্যের ক্রিকেটারদের ভবিষ্যৎ অন্ধকার করে তোলার জন্য এই কমিটির পদত্যাগ একান্তভাবে প্রয়োজন বলে মন্তব্য করেছেন অভিভাবকদের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটারদের একটা বড় অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *