August 3, 2025

টিসিএর ‘ও’ লেভেল কোচেস পরীক্ষার দিনক্ষণ ঘোষণা

 টিসিএর ‘ও’ লেভেল কোচেস পরীক্ষার দিনক্ষণ ঘোষণা

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || আগামী সাতাশ মে থেকে টিসিএর উদ্যোগে শুরু হচ্ছে লেভেল ‘ও’ কোচেস কোর্স। চারদিনের এই কোচেস কোর্সে অংশগ্রহণকারী প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে ত্রিশ মে পরীক্ষাও হবে। পরীক্ষা শেষে যারা পাস করবে তাদের ও লেভেল সার্টিফিকেট দেওয়া হবে। এমবিবি স্টেডিয়ামে এই ও লেভেল কোচেস কোর্স সেমিনার ও পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেটের চিফ কোচ সন্দীপ দাহাদ এই ও লেভেল কোচেস কোর্সের মূল দায়িত্বে থাকবেন।এই কোর্সে অংশগ্রহণে ইচ্ছুক প্রাক্তন বা অবসরপ্রাপ্ত রাজ্যের ক্রিকেটারদের পুরুষদের ক্ষেত্রে কমপক্ষে দশটি জাতীয় ক্রিকেট ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা পাঁচটি প্রথম শ্রেণীর ক্রিকেটে ত্রিপুরার হয়ে খেলার অভিজ্ঞতা থাকতে হবে। প্রাক্তন মহিলা ক্রিকেটারদের ক্ষেত্রে কমপক্ষে পাঁচটি জাতীয় ক্রিকেট ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। অংশগ্রহণকারীদের অবশ্যই রাজ্যবাসী হতে হবে। যাদের জন্ম ১-১-১৯৭৩ বা তারপরে তারাই আবেদন করতে পারবেন। টিসিএর যে সমস্ত বেতনভুক্ত কোচের ও লেভেল সার্টিফিকেট নেই তারাও পরীক্ষায় বসতে পারবেন। অংশগ্রহণকারীদের অবশ্য ইংলিশ ও স্থানীয় ভাষার উপর ভালো দখল থাকতে হবে। ইচ্ছুকদের ছুটির দিন ব্যাতীত আগামী ১৫-২৩ মের মধ্যে টিসিএ অফিসে নাম জমা দিতে হবে। সময় সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা।তেইশ মের পর আর কোনও আবেদনপত্র জমা নেওয়া হবে না।আজ এক বিবৃতিতে টিসিএ সচিব তাপস ঘোষ এ সংবাদ জানিয়েছেন। জানা গেছে, টিসিএ বিভিন্ন কোচিং সেন্টার ও কিছু স্কুলে ও লেভেল কোচ নিয়োগ করতে চলছে। যার প্রস্তুতি হিসাবেই রাজ্যে বড় আকারে ও লেভেল কোচেস পরীক্ষা হচ্ছে। এতে রাজ্যের অবসরপ্রাপ্ত প্রাক্তন ক্রিকেটারদের কোচের স্বীকৃতি পাওয়ার একটি রাস্তা তৈরি হচ্ছে বলা চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *