টিটাগড়ে আবাসনের ফাঁকা ফ্ল্যাটে ভয়ঙ্কর বিস্ফোরণ!!

অনলাইন প্রতিনিধি :-সাতসকালে ভয়াবহ বিস্ফোরণ টিটাগড়ে। ৪ নম্বর ওয়ার্ডের একটি আবাসনের চারতলায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে দেওয়ালের একাংশ উড়ে গেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ১০ ফুট বাই ৮ ফুটের দেওয়াল ভেঙে পড়েছে। ওই আবাসনের চারতলার ফ্ল্যাটটি ফাঁকাই ছিল। ওই আবাসনেই তিনতলায় থাকেন তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল।
সোমবার ভোর ৬টা ৪০ মিনিট নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে টিটাগড়ের ওই আবাসনটি। কীভাবে বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি। এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। এখনও ঘর থেকে বারুদের গন্ধ নির্গত হচ্ছে।