August 3, 2025

টাকার মূল্যে পতন

 টাকার মূল্যে পতন

টাকার মূল্য আরও কমল। এদিন মার্কিন ডলারের তুলনায় টাকার মূল্য ১০ পয়সা কমল। বর্তমানে মার্কিন ডলারের তুলনায় টাকার মান দাঁড়িয়েছে ৭৭.৬০ টাকা। এদিন বিদেশি এক্সচেঞ্জ খোলার সময় টাকার মান ছিল ৭৭.৬১ টাকা। ডলারের তুলনায়। কিন্তু বাজার যখন বন্ধ হয় তখন দেখা যায় টাকার মূল্য পড়ে যায়। দাঁড়ায় এসে ৭৭.৬০ টাকা ( ডলারের তুলনায় )। গতকাল বাজার বন্ধের সময় ডলারের তুলনায় টাকার মূল্য ছিল ৭৭.৫০ টাকা। উল্লেখ্য, গত কয়দিন ধরে টাকার দামের পতন হচ্ছে দেশে। সম্প্রতি বিশ্বে অপরিশোধিত তেলের দাম ১১৩.৬৫ ব্যারেল প্রতি থেকে ২.২৭% কমে দাঁড়ায়। সৌদি আরব সম্প্রতি জানিয়ে দেয়, পশ্চিমী দেশগুলিতে তেলসঙ্কটের দরুন তারা তেলের জোগান দিতে রাজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *