প্রতিশ্রুতির খেলাপ, হতাশায় যুব সমাজ,বাড়ছে বেকারের সংখ্যা, অধরা নিয়োগ!!
টাউনশিপ প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :- টুডার মাধ্যমে তৈরি প্রথম আবাসন প্রকল্প বিবেকানন্দ টাউনশিপ প্রকল্পের উদ্বোধন করা হলো শুক্রবার।
মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা মোট ৪৮টি ফ্ল্যাট নিয়ে নির্মিত এই প্রকল্পের সূচনা করে বলেন, নাগরিক পরিষেবার কথা মাথায় রেখে অত্যন্ত সুলভমূল্যে এগুলি নির্মাণ করা হয়েছে। গ্রাহকদের জন্য আধুনিক ব্যবস্থাও রয়েছে এখানে। নাগরিক চাহিদা ও নিরাপত্তার প্রতি গুরুত্ব দিয়ে ভূমিকম্প নিরোধক প্রযুক্তি সহ স্বচ্ছ ও গুণমানসম্পন্ন পরিকাঠামোর প্রতিও নজর দেওয়া হয়েছে এই ফ্ল্যাটগুলি নির্মাণে। এতে খরচ হয়েছে প্রায় ২০ কোটি ২২ লক্ষ টাকা।
এদিনের অনুষ্ঠান মঞ্চে প্রতীকী হিসেবে মোট তিনজন গ্রাহকের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অন্য অতিথিরা। মুখ্যমন্ত্রী বলেন, টুডার উদ্দেশ্য হলো পরিকল্পিত নগরোন্নয়নের মাধ্যমে শহরে বসবাসকারী পরিবারের জন্য সামর্থ অনুযায়ী সুন্দর ও নিরাপদ বাড়ির স্বপ্ন পূরণ করা। রাজ্যের বর্তমান সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য অর্থনৈতিকভাবে দুর্বল, নিম্ন মধ্য ও উচ্চ আয় সম্পন্ন পরিবারের জন্য সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও আধুনিক গৃহ নির্মাণের উপর জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, টুডার মাধ্যমে একাধিক টাউনশিপ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরমধ্যে বিবেকানন্দ টাউনশিপ অন্যতম।আরও বললেন, ভগৎ সিং যুব আবাস সংলগ্ন এলাকায় প্রায় ৯৬ কোটি টাকা ব্যয়ে আরও একটি টাউনশিপ প্রকল্প নির্মিত হচ্ছে। এতে ফ্ল্যাট সংখ্যা থাকবে ২১৬টি।
বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের কুড়িটি শহর এলাকায় জিআইএস, মাস্টার প্ল্যান তৈরির কাজ চলছে। এছাড়াও আগরতলার কাটাখাল, কালাপানিয়া খাল এবং রাজ্যের সমস্ত পুর এলাকার নর্দমাগুলির অপরিষ্কার জল পবিষ্কার করার জন্য সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টগুলিরও নির্মাণ কাজ চলছে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী বিবেকানন্দ টাউনশিপের নতুন আবাসিকদের অভিনন্দন জানিয়ে এদিন যত্ন সহকারে ফ্ল্যাট রক্ষণাবেক্ষণ করার উপরও গুরুত্বারোপ করেন। অন্যান্যদের মধ্যে টুডার কমিশনার মিহির কান্তি গোপ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপার্সন রত্না দত্ত সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।