January 20, 2026

জোটে দ্বিধা

 জোটে দ্বিধা

কংগ্রেসের সাথে জোট নিয়ে চিন্তিত সিপিএম নেতৃত্ব।বিশেষ করে পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিএম কংগ্রেসের সাথে জোট করবে কিনা তা নিয়ে দ্বিধায় রয়েছে। কেননা কেরলে কংগ্রেস এবং সিপিএম যুযুধান দুই শিবির। তাই এই রাজ্যে জোট হবার কোন প্রশ্নই নেই। বাকি রইল আসাম, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু। তামিলনাডুতে কংগ্রেসের জোটসঙ্গী ডিএমকে, সিপিএম, সিপিআই। তাই সিপিআই সিপিএম চায় কংগ্রেসের সঙ্গে জোট থাকুক। অন্যদিকে ডিএমকের সাথে জোট চায় না কংগ্রেসের একাংশ। কংগ্রেসের একাংশ চায় বিজয়ের দলের সাথে জোট। তাই এই রাজ্যে সিপিএম কংগ্রেসের জোটে থাকবে কিনা তৎসময়ের উপর ছেড়ে দিয়েছে। তবে সবচেয়ে বড় রাজ্য পশ্চিমবঙ্গে সিপিএমের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। সিপিএম বিজেপির যেমন বিরোধী, তেমনি তৃণমূলেরও বিরোধী। অন্যদিকে পশ্চিমবঙ্গে কংগ্রেসের অবস্থানও একই। বিজেপিবিরোধী, তৃণমূলবিরোধী। তাই আপাতদৃষ্টিতে মনে হতে পারে কংগ্রেস সিপিএম তো একই পথের পথিক। কিন্তু গত বিধানসভা নির্বাচনে জোট করেও কংগ্রেস এবং সিপিএমের ঝোলা শূন্য। তাই চিন্তিত সিপিএম এবং কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস এবার আওয়াজ তুলেছে কংগ্রেস একাই লড়বে পশ্চিমবঙ্গে। আসামেও বামেদের তেমন কোন শক্তি নেই। কংগ্রেসের সাথে যাওয়া ছাড়া গত্যন্তর নেই। এই অবস্থায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক বসছে কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে। কেরলে এবার সম্মুখসমরে কংগ্রেস-সিপিএম। সিপিএম-কংগ্রেস এই রাজ্যে পাঁচ বছর পর পর ক্ষমতায় আসে। কিন্তু ব্যতিক্রম ছিল ২০২১। সেবার পর পর দুইবারের মতো এলডিএফ তথা বামেরা ক্ষমতায় ফেরে। এবার অবশ্য বামেদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কংগ্রেস। সদ্যসমাপ্ত পুর ও নগর ভোটে কংগ্রেস নেতৃত্বাধীন জোট দারুণ ফল করেছে।কংগ্রেস এবার কেরলে ক্ষমতায় আসার জন্য মরিয়া এবং বলা যায় প্রহর গুনছে।তাই সিপিএম এবার একেবারে ভোটের মুখে সে রাজ্যে কেন্দ্রীয় কমিটির বৈঠকে বসছে। কেন্দ্রীয় কমিটির বৈঠকে একদিকে যেমন রণকৌশল ঠিক হবে যে কংগ্রেসের সাথে আগামীতে তাদের অবস্থান কী হবে, অন্যদিকে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে কীভাবে মোকাবিলা করবে সিপিএম তথা বাম। দেশে এই মুহূর্তে একমাত্র কেরলেই বাম সরকার রয়েছে। এবারের নির্বাচনে যদি কেরলে বাম সরকারের পতন হয় তাহলে দেশে বামেদের অস্তিত্ব সত্যি সত্যিই বিপন্ন হবে। দেশে বিজেপি সরকার থাকাকালীন কোন রাজ্যে আর কোনদিন বামেরা ফিরতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে এবং বাম নেতৃত্ব তা বেশ ভালো করেই জানে।সিপিএম এই অবস্থায় মনে করছে যে, কংগ্রেসকে ভাবতে হবে যেতাদের মূল লড়াইটা কাদের বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে তারা লড়াইটা করতে চায় কিনা। তাই কংগ্রেসকে ভাবতে হবে তারা বিজেপির রাস্তা প্রশস্ত করছে কিনা। সুতরাং সিপিএম একদিকে তাদের রণকৌশল এবং ভবিষ্যৎ রণনীতি, নীতি, দলীয় অবস্থান স্পষ্ট করতে যেমন কেন্দ্রীয় কমিটির বৈঠক করছে ভোটমুখী কেরলে, তেমনি কংগ্রেসকেও কৌশলে বামেরা চাপে রাখতে চায় বিজেপির বিরুদ্ধে এ লড়াইয়ে। কংগ্রেসের এই ধোঁয়াশা আদতে সিপিএমকে চিন্তায় রেখেছে। তাই ভবিষ্যৎ নিয়ে বেজায় উদ্বিগ্ন সিপিএম। অন্তত বিজেপির বিরুদ্ধে নীতিগত অবস্থান নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *