December 15, 2025

জিরানীয়া ফেন্সিকাণ্ড,গ্রেপ্তার ইউপির আন্তর্জাতিক নেশা কারবারি সৌরভ ত্যাগী!!

 জিরানীয়া ফেন্সিকাণ্ড,গ্রেপ্তার ইউপির আন্তর্জাতিক নেশা কারবারি সৌরভ ত্যাগী!!

অনলাইন প্রতিনিধি :-জিরানীয়ায় রেলে ফেন্সিডিল আমদানি কাণ্ডে আন্তর্জাতিক নেশা কারবারিকে গ্রেপ্তার করে রাজ্যে আনল পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। শনিবার সকালে ট্রেনে তাকে আগরতলায় আনা হয়। অভিযুক্তের নাম সৌরভত্যাগী। তার বাড়ি উত্তর প্রদেশের গাজিয়াবাদ। উত্তর প্রদেশ পুলিশের একটি টিম তাকে নিয়ে রাজ্যে আসে। পশ্চিম জেলার সিজেএম অভিযুক্তকে দুদিনের জন্য জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে। আগামী সোমবার তাকে আবার পশ্চিম জেলার অতিরিক্ত দায়রা আদালতে হাজির করা হবে। রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেছিলো। জিরানীয়ায় পণ্য বোঝাই ট্রেনের দুটি বগিতে ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করতে পেরেছে ক্রাইম ব্রাঞ্চ। এরমধ্যে দুজন রাজ্যের বাইরের।
উল্লেখ্য,গত অক্টোবর মাসে জিরানীয়া রেল স্টেশনে পুলিশ, আসাম রাইফেলসের যৌথ অভিযানে রেলের বগি থেকে ১ লক্ষ ৭ হাজার ৮০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছিলো। এই মামলায় রাজীব দাশগুপ্ত, অরুণ কুমার ঘোষ, মান্তনু সাহা এবং দিল্লীর বাসিন্দা হিমাংশু ঝাঁকে আগে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ধৃত মান্ত্বনু সাহা রেল স্টেশনে নেশার সিরাপ উদ্ধারের পরই বিদেশে চলে গিয়েছিল।রাজ্যে ফিরতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।চার অভিযুক্ত এখন জেল হাজতে আছে।ক্রাইম ব্রাঞ্চ তদন্তে জানতে পারে, দিল্লীতে পণ্যবাহী ট্রেনে ফেন্সিডিলের বগি অরুণ কুমার ঘোষ বুক করেছিল। কিন্তু এই ফেন্সিডিল ত্রিপুরা সহ দেশের বহু রাজ্যের নেশা কারবারিদের কাছে বিক্রি করে সৌরভত্যাগী। দেশে নেশার ব্যববাসয় বড় নাম সৌরভ। উত্তর প্রদেশের বারাসাত, গাজিয়াবাদ সহ আরও একাধিক থানায় তার নামে মামলা রয়েছে। ফেন্সিডিল তৈরি করে বিভিন্ন রাজ্যের নেশা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে সৌরভ।এরমধ্যে নকল ফেন্সিডিলও রয়েছে। যে কারণে এই ফেন্সিডিল খেয়ে অসুস্থ হচ্ছেন বেশি। জানা গেছে, গত চার নভেম্বর সৌরভ ত্যাগীকে উত্তর প্রদেশের পুলিশ গ্রেপ্তার করে। তাকে একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে যোগী রাজ্যের পুলিশ। এরমধ্যে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর সুকান্ত সেন চৌধুরীকে পাঠানো হয়েছিল উত্তর প্রদেশে সৌরভকে জিজ্ঞাসাবাদ করার জন্য। উত্তর প্রদেশের জেলেই সৌরভকে জিজ্ঞাসাবাদ করেন ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর সুকান্ত সেন চৌধুরী। জানা গেছে, জিজ্ঞাসাবাদে বহু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। উত্তর প্রদেশ পুলিশের সঙ্গে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ যোগাযোগ করে সৌরভ ত্যাগীকে রাজ্যে আনার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গেছে, রাজ্য পুলিশের টিমের সঙ্গে আন্তর্জাতিক নেশা ব্যবসায়ী সৌরভ ত্যাগীকে দিতে রাজী হয়নি যোগী রাজ্যের পুলিশ। কেননা, তাদের জন্য এই কুখ্যাত সৌরভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত উত্তর প্রদেশ পুলিশের একটি বিশেষ টিম কুখ্যাত নেশা কারবারি সৌরভ ত্যাগীকে ট্রেনে করে ত্রিপুরায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, সৌরভ ত্যাগী যতদিন রাজ্য পুলিশের হেপাজতে থাকবে, ততদিন উত্তর প্রদেশের পুলিশের ওই টিমটিও রাজ্যে অবস্থান করবে। তারাও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাবেন। ত্রিপুরায় জিজ্ঞাসাবাদ শেষ হলে কুখ্যাত সৌরভকে আবার নিয়ে যাওয়া হয়ে উত্তর প্রদেশে।
উল্লেখ্য, জিরানীয়া ফেন্সিডিল কান্ডে বক্সনগরের অপু রঞ্জন দাস এখনও পলাতক। এই মামলায় ভট্টপুকুর, গান্ধীগ্রাম, মহারাজগঞ্জ বাজারের একাধিক নেশা কারবারির উপর নজর রাখছে পুলিশ। তাদের দ্রুত গ্রেপ্তার করতে উদ্যোগ নিচ্ছে ক্রাইম ব্রাঞ্চ। পুলিশ সূত্রে এমনটাই জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *