September 7, 2025

জিরানীয়ায় শিক্ষক দিবসের অনুষ্ঠান,সময়মতো শিক্ষক-কর্মচারীদের ডিএ প্রদান করবে সরকার: সুশান্ত!!

 জিরানীয়ায় শিক্ষক দিবসের অনুষ্ঠান,সময়মতো শিক্ষক-কর্মচারীদের ডিএ প্রদান করবে সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকার সঠিক সময়ে শিক্ষক-কর্মচারীদের ডিএ প্রদান করবে।ডিএ নিয়ে সরকার কৃপণতা করে না। কর্মচারীদের বেতন ডিএ প্রদানে সরকার আন্তরিক। এক শতাংশ ডিএ প্রদান করলে বছরে ১০০ কোটি টাকা বেশি প্রয়োজন। পাঁচ শতাংশ প্রদান করলে প্রয়োজন ৫০০ কোটি টাকা। তারপরও সরকার কর্মচারীদের কীভাবে ডিএ বেশি করে দেওয়া যায় সেই চেষ্টা জারি রেখেছে। সঠিক সময়ে তা প্রদান করা হবে। শনিবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের মোহনপুর গুরুকুল কমিউনিটি হলে ৬৪তম শিক্ষক দিবসকে ঘিরে আয়োজিত গুরু সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথাগুলো বলেন খাদ্য, পরিবহণ ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, আগে ১২ শতাংশ ডিএ দেওয়া হয়েছিল বর্তমান সরকারের সময়ে। যা বিগত সরকারের সময়ের সাথে হিসাব করলে রেজাল্ট ‘শিক্ষক কর্মচারীরা পেয়ে যাবেন।মন্ত্রী বলেন, বর্তমান সরকার আসার পর ছাত্র শিক্ষক নিয়ে স্কুলে রাজনীতি বন্ধ হয়েছে। বন্ধ হয়েছে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে চাঁদাবাজির মতো ঘটনা। ছাত্রছাত্রীদের মিছিলে হাঁটানোও বন্ধ হয়েছে। তিনি শিক্ষক সমাজকে নেশার কবল থেকে নতুন প্রজন্মকে রক্ষা করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। মন্ত্রী বলেন, একটা রাজ্য ও দেশ একমাত্র মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাওয়া সম্ভব। মানব সম্পদ উন্নয়নের কাজ একমাত্র শিক্ষকরাই করতে পারে। তিনি পুঁথিগত শিক্ষার বাইরেও প্রকৃত শিক্ষায় ছাত্রছাত্রীদের শিক্ষিত করার উপর জোর দেন। মন্ত্রী বলেন, সরকার। নেশার বিরুদ্ধে কাজ করে চলছে।প্রচুর নেশাসামগ্রী বাজেয়াপ্ত করা হচ্ছে। কিন্তু পুলিশ ও সরকার নেশা বন্ধ করতে পারবে না। এক্ষেত্রে নতুন প্রজন্মকে নেশার কবল থেকে রক্ষা করতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে।মন্ত্রী বলেন, বিগত দিনের শিক্ষাব্যবস্থা ও বর্তমান শিক্ষাব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন ঘটেছে।সরকার গুণগত শিক্ষা প্রদানের ক্ষেত্রে কোনোরকম সমঝোতা করে না।সরকারের লক্ষ্য গুণগত শিক্ষা প্রদানেরভ মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের প্রকৃত মানুষ হিসাবে তৈরি করা। আর এই কাজ করতে গেলে শিক্ষকদের আরও আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।পরিবহণমন্ত্রী বলেন, প্রকৃত শিক্ষার
মাধ্যমে দেশ সমাজ ও রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এই কাজ শিক্ষকরাই করতে পারবে। মন্ত্রী বলেন, কোয়ালিটি এডুকেশন নিয়ে সরকার কোনো সমঝোতা করে না। পূর্বতন সরকারের আমলে জাতীয় শিক্ষানীতি না মেনে ১০,৩২৩-কে চাকরি দিয়ে তাদের অন্ধকারে ঠেলে দিয়েছে সরকার। বর্তমান সময়ে টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ হচ্ছে। মন্ত্রী বলেন, পূর্বতন সরকারের আমলে বদলির ভয় দেখিয়ে শিক্ষকদের মিছিলে হাঁটানো হতো, আদায় করা হতো ছাত্র ও শিক্ষকদের কাছ থেকে চাঁদা। এই বন্ধ্যা রাজনীতি থেকে শিক্ষক, ছাত্র সমাজ মুক্তি পেয়েছে। তিনি ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষক সমাজকে আরও সহৃদয় হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে এদিন প্রবীণ আবসরপ্রাপ্ত শিক্ষক পূর্ণ চন্দ্র সরকার, সন্তোষ গোয়ালা,মানিকলাল দেববর্মা, বিজন দত্ত সহ কর্মরত আরও কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে গুরু সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ছিলেন জেলা শিক্ষা আধিকারিক পল্লব কান্তি সাহা, জিরানীয়া বিদ্যালয় পরিদর্শক পঙ্কজ দালাল, সমাজসেবী রণজিৎ রায় চৌধুরী,জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন প্রীতম দেবনাথ,মহকুমাশাসক অনিমেষ ধর সহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *