August 2, 2025

জিবি হাসপাতালে মস্তিষ্কের বিরল রোগের সফল চিকিৎসা!!

 জিবি হাসপাতালে মস্তিষ্কের বিরল রোগের সফল চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যের প্রধান চিকিৎসা পরিষেবা কেন্দ্র আগরতলা গভঃ মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে একাধিক বিরল ও জটিল রোগের সফল চিকিৎসা হচ্ছে।যা আগে কখনো কল্পনা করা যায়নি।সম্প্রতি আগরতলা জিবি হাসপাতালে বিশেষজ্ঞ নিউরোলজিস্ট ডাঃ আবীর লাল নাথের নেতৃত্বে মস্তিষ্কের বিরল রোগের চিকিৎসা সফল হয়েছে।চিকিৎসা বিজ্ঞানে যাকে ‘বিলাভড অ্যানিউরিজম’ বলা হয়।এটি একটি রোগ যা মস্তিষ্কের রক্তনালীগুলিকে প্রভাবিত করে। বেলুনের মতো ফুলে উঠে এবং ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে।এতে রোগীর মৃত্যু হতে পারে। গত ১৫ এপ্রিল রাণীরবাজার দুর্গা চৌমুহনীর বাসিন্দা অনিল দাস (৫০) মস্তিষ্কের সমস্যা নিয়ে জিবি হাসপাতালে ভর্তি হন।ডা. আবীর লাল নাথ অনিলবাবুর মস্তিষ্কে এনজিওগ্রাফী করেন।এতে অনিলবাবুর মস্তিষ্কে একসাথে দুইটি অ্যানিউরিজম পাওয়া যায়।যা সচরাচর দেখা যায় না।পরবর্তীকালে ডা. নাথ কয়েলিং পদ্ধতির মাধ্যমে অনিলবাবুর মস্তিষ্ক থেকে দুইটি অ্যানিউরিজমকে কিউর করে দেন।গত ২০ এপ্রিল অনিলবাবু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।ওই সময়ে অনিল বাবু ডা. আবীর লাল নাথ, বিশিষ্ট নিউরোসার্জন ডা. রেড্ডি এবং ডা. দেব দত্তের তত্ত্বাবধানে ছিলেন। জানা গেছে, এই রোগের চিকিৎসা বহিঃরাজ্যে করতে হলে কমপক্ষে সারে তিন থেকে চার লক্ষ টাকা খরচ হতো। কিন্তু অনিলবাবুর আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড থাকায় জিবি হাসপাতালে বিনামূল্যেই সেই চিকিৎসা সম্পন্ন হয়েছে। জানা গেছে, জিবি হাসপাতালে এখন কয়েলিং পদ্ধতিতে অপারেশন ছাড়াই মস্তিষ্কের নানা চিকিৎসা সফলভাবে সম্পন্ন হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *