August 2, 2025

জিবিতে প্রবীণ দিবস উদযাপন!!

 জিবিতে প্রবীণ দিবস উদযাপন!!

অনলাইন প্রতিনিধি :-প্রতিবছর ১লা অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক প্রবীণ দিবস। “বয়স্ক ব্যক্তিদের জন্য মানবাধিকারের সার্বজনীন ঘোষণার প্রতিশ্রুতি পূরণ করা” এই স্লোগানকে সামনে রেখে এবছর পালিত হয় আন্তর্জাতিক প্রবীণ দিবস।রাষ্ট্রসংঘ বার্ধক্যকে মানবজীবনের প্রধানতম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে এ সমস্যা সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে প্রতি বছর ১ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করে আসছে।

আগরতলা গভঃ মেডিকেল কলেজের জেরিয়াট্রিক মেডিসিন বিভাগ, শুক্রবার প্রবীণ দিবস উদযাপন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব রাঠোর সন্দীপ রেয়াজি । এজিএমসি’র প্রিন্সিপাল ডাঃ অনুপ কুমার সাহা। এম এস ডাঃ শঙ্কর চক্রবর্তী। এনএইচএমের মিশন ডাইরেক্টর দিলীপ কুমার চাকমা সহ অন্যান্যরা।। এদিন এই অনুষ্ঠানে এ জি এম সি এবং জি বি পি হাসপাতালের প্রবীণ চিকিৎসক এবং হাসপাতালের প্রবীণ রোগীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *