August 2, 2025

জালি ডাক্তার সেজে চিকিৎসা!!!

 জালি ডাক্তার সেজে চিকিৎসা!!!

অনলাইন প্রতিনিধি :-আবারো এক ফার্মেসিতে চলতে থাকা ভূয়ো দন্ত চিকিৎসার নামে সাংঘাতিক প্রতারণা হাতেনাতে ধরলো স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশালগড়ে মা দুর্গা মেডিকেল হল নামে এক ফার্মেসিতে “আচার্য ডেন্টাল” নাম দিয়ে ভূয়ো দন্ত চিকিৎসার ব্যবসা চালিয়ে যাচ্ছেন পিতা -পুত্র। একাধিক অভিযোগের পর মঙ্গলবার সন্ধ্যা রাতে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা হানা দেয় ওই ভূয়ো দন্ত চিকিৎসকের চেম্বারে। সম্পূর্ণ অবৈধভাবে চলা ওই ভূয়ো দন্ত চিকিৎসকের চেম্বারে যাবতীয় চিকিৎসার সরঞ্জাম দেখে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের চক্ষু ছানাবড়া হয়ে যায়। জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা পিতা – পুত্র তথা অজয় আচার্য এবং যতন আচার্যকে এই বেআইনি দাঁতের চেম্বারের বিষয়ে জিজ্ঞাসা করলে সঠিক জবাব দিতে পারেনি। এমনকি প্রয়োজনীয় কাগজপত্রও দেখাতে পারেনি। দেখাযায়, রোগীদের জন্য আচার্য ডেন্টালের নামে যে প্রেসক্রিপশন বানানো হয়েছে, তাতে স্মিতা দে নামে একজন দন্ত চিকিৎসকের নাম লেখা রয়েছে। যার রেজিষ্ট্রেশন নম্বর 345A বলে উল্লেখ আছে। এখন দেখার বিষয় হচ্ছে, আদৌ স্মিতা দে নামে কোনও দন্ত চিকিৎসক আছেন কিনা? ফলে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সিল করে দিয়েছেন ওই দাঁতের চেম্বার। জেলা স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, খুব দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *