August 2, 2025

জাপান গোলায় বিধ্বস্ত জার্মানি

 জাপান গোলায় বিধ্বস্ত জার্মানি

কাতার বিশ্বকাপ ফুটবলে ফের অঘটন। এবার জাপানের শিকার জার্মানি। আজ রাতে বিশ্বকাপ ফুটবলের ই গ্রুপের যুদ্ধে জাপান ২-১ গোলে জার্মানিকে পরাজিত করে। গতকালই আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল সৌদি আরব। আজ জাপানের শিকার জার্মানি। আজ কাতার বিশ্বকাপের চতুর্থদিনের দ্বিতীয় ম্যাচে চারবারের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে গুঁড়িয়ে দিয়েছে জাপান। ১-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এশিয়ার এই পরাশক্তি । আজ খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামে দু’দল। ম্যাচে দ্বিতীয়ার্ধে নেমে চমক দেখায় জাপান। ম্যাচের ৭৫ ও ৮৩ মিনিটে দুটি গোল করে এগিয়ে যায় জাপান। দুই ফরোয়ার্ড রিৎসু দোয়ান ও টাকুমা সিট গোল দুটি করেন। এর আগে ম্যাচের তেত্রিশ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল পায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এছাড়া এ সময়ের মধ্যেই জাপান শিবিরে সাতটি শট নেয় জার্মানি। এর মধ্যে দুটি ছিল অন টার্গেট। মাঠে জার্মান দাপটে ম্যাচের তেত্রিশ মিনিটে একটি শটও নিতে পারেনি জাপান। এদিকে, প্রথমার্ধের অতিরিক্ত পাঁচ মিনিটের মাথায় জাপানের জালে আরেকটি বল পাঠালেও অফসাইডের সৌজন্যে বাতিল হয়ে যায় গোলটি। কাই হাভাটেজ অফসাইড হলে ব্যর্থ হয় জার্মান ফরোয়ার্ড সার্জে গাত্রের চেষ্টা। ভিআর সিদ্ধান্তে গোলটি বাতিল করেন ম্যাচ রেফারি। এতে ১-০ ব্যবধানে বিরতিতে যায় দু’দল। ১৯৫৪, ১৯৭৪, ২০০৬ এবং ২০১৪ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। এবারও খেতাব জেতার অন্যতম দাবিদার তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *