August 2, 2025

জাতীয় সড়ক, কাজের মান নিয়ে উঠলো প্রশ্ন!!

 জাতীয় সড়ক, কাজের মান নিয়ে উঠলো প্রশ্ন!!

অনলাইন প্রতিনিধিঃ- ২০২০ এর শেষ সময় থেকে শুরু হয়েছে জাতীয় সড়ককে চার লেন করার কাজ। কাজের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি হল গুজরাটের নীতিন শাই কোম্পানি। আমবাসার বেত বাগান থেকে মুঙ্গিয়াকামি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার রাস্তার সৌন্দর্যায়ন বৃদ্ধি,আঁকাবাঁকা কমানো এবং প্রশস্ততার কাজ সহ জল নিকাশি ড্রেন এবং সাইড ওয়াল তৈরি করেছে ওই নির্মাণ সংস্থা। সম্প্রতি সামান্য বৃষ্টিতেই জাতীয় সড়কের বহু অংশে পিচ ঢালাই ভেঙ্গে গেছে বা উঠে গিয়ে গর্তের সৃস্টি হয়েছে। পাশাপাশি অল্প বৃষ্টিতেই আঠারো মোড়ার তুই কর্মা পাড়ার জাতীয় সড়কের পাশে বিশাল আরসিসি ওয়াল ভেঙ্গে পড়েছে। অভিযোগ, যেখানে ২০ থেকে ২৫ এমএম রড দেওয়ার কথা ছিল,সেখানে মাত্র ৬ এম এম রড দিয়ে সেই বিশাল আকারের ওয়াল গুলো তৈরি করা হয়েছে। ফলে অল্প বৃষ্টিতেই পাহাড়ের মাটি ভেঙ্গে পড়লে সেই মাটিকে ধরে রাখতে পারেনি ওয়াল গুলি। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে, অতিসত্বর রাজ্য সরকার বিশেষ তদন্ত কমিটি গঠন করে সেই কাজের গুণমান পরীক্ষা করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *