August 3, 2025

জাতীয় পতাকার অসম্মান!!!!

 জাতীয় পতাকার অসম্মান!!!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম হলো আগরতলা রাজবাড়ি। প্রায় প্রতিদিন রাজ্যের পাশাপাশি বহি:রাজ্যেরও বহু পর্যটক আসেন এখানে। এই রাজবাড়ির বাইরের অংশের শোভা বর্ধনে প্রতিনিয়ত সগর্বে উড়তে থাকে সেখানে লাগানো জাতীয় পতাকাটি। কিন্তু পতাকাটি বহুদিন যাবত ছেড়া অবস্থায় উড়ে চলেছে। এই বিষয়টি বহু পর্যটক এমনকি দেশের প্রত্যেকটি মানুষের কাছেই নিন্দাজনক। এই বিষয়টি একপ্রকার জাতীয় পতাকার অসম্মান। কিন্তু এদিকে নজর নেই পর্যটন দপ্তর কিংবা সংশ্লিষ্ট অন্য কারোরই। শহরকে সুসজ্জিত করতে ব্যস্ত রাজ্য সতকারের এমন একটি বিষয়ের দিকে নজর পড়েনি এখনো? নাকি দেখেও না দেখার ভান করছেন? এই জাতীয় পতাকাটি পরিবর্তন করে অতি শীঘ্রই নতুন পতাকা লাগানোর দাবি উঠে আসছে বিভিন্ন মহল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *