January 8, 2026

জাতীয় অনূর্ধ্ব ১৫ মহিলা ক্রিকেট, সিকিমের কাছে পরাজিত ত্রিপুরা!!

 জাতীয় অনূর্ধ্ব ১৫ মহিলা ক্রিকেট, সিকিমের কাছে পরাজিত ত্রিপুরা!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরার ম্যাচ জয়ের হ্যাটট্রিকের স্বপ্নে রীতিমতো জল ঢেলে দিলো সিকিম। গুয়াহাটির বরষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় অনূর্ধ্ব পনেরো মহিলাদের একদিনের ক্রিকেটে ত্রিপুরার বিরুদ্ধে ব্যাট বলের দাপট দেখিয়ে চব্বিশ রানের জয় তুলে নেয় সিকিম। পয়েন্টের নিরিখে এখন ত্রিপুরা-সিকিম এক জায়গায়। তবে সিকিম এক ম্যাচ কম খেলেছে। মিজোরাম ও নাগাল্যান্ডের বিরুদ্ধে অনায়াস জয়ের পর এ দিন ত্রিপুরার লড়াই সিকিমের ১০৭ রানের টার্গেটের সামনে মাত্র বিরাশি রানেই লুটিয়ে পড়ে। তাও নির্ধারিত ওভারের চব্বিশ বল আগেই। তবে সিকিম ম্যাচের আগে যা আশঙ্কা করা হয়েছিল এদিন তাই হলো। মিজোরাম ও নাগাল্যান্ড ম্যাচ জিতলেও চ্যালেঞ্জের সামনে ত্রিপুরার ব্যাটাররা কী করে তাই আজ দেখা গেলো। সিকিমের ১০৬-এর জবাবে তপন দেবের মেয়েরা মাত্র বিরাশি রানেই অলআউট। পরীক্ষার মুখে রাজ্য অনূর্ধ্ব পনেরো দলের ব্যাটিং কত দুর্বল তাই আজ দেখা গেলো। অনুষ্কা, অস্মিতা, অনুভা, অঙ্কিতা ছাড়া লেকে ভরসা দিতে পারে এমন ব্যাটারই নেই। অথচ আজ ম্যাচ জিতলেই ১২ তারিখ ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যতো অনুষ্কা দে-র। এখন মেঘালয় ও অরুণাচল প্রদেশ ম্যাচের অপেক্ষা।তবে একঝাঁক বাইরের প্লেয়ার নিয়ে সিকিম যে শক্তিশালী তা আগামীকালই পূর্বাভাস ছিল। তারপরও এদিনের ম্যাচে জয় পরাজয়ের আসল পার্থক্য কিন্তু অতিরিক্ত রান করে দেয়। ত্রিপুরার বোলাররা আটত্রিশটি ওয়াইড সহ বিয়াল্লিশ রান দেয়। অন্যদিকে, সিকিমের বোলাররা উনিশটি ওয়াইড সহ পঁচিশ রান দেয়। তারপর ত্রিপুরার তিনটি রানআউট ছিল। সিকিমের ছিল দুটি।তার আগে সকালে টস হেরে সিকিম প্রথম ব্যাট পায়। ৩৩/৩ চাপের মুখে পান্ডে ৬৬ বলে ৩২ রান করে লড়াইয়ে পুঁজি দেয়। ৭১/৫ জায়গা থেকে সিকিমের স্কোর পৌঁছে ১০৬ রানে। সৌজন্যে ত্রিপুরার অনিয়ন্ত্রিত বোলিং। সিকিমের নয়জন দুই অঙ্কের রান না করেও অতিরিক্ত বিয়াল্লিশ রানের সুবাদে ১০৬ রানে পৌঁছে যায়। ত্রিপুরার পক্ষে সৃজিতা মজুমদার ১৫/২ ছাড়াও একটি করে উইকেট পায় অনুষ্কা শীল, অস্মিতা রায়, পূর্বা চৌধুরী।ম্যাচ জয়ের জন্য দরকার ১০৭ রান। ওভার পঁয়ত্রিশ। কিন্তু দলীয় স্কোর মাত্র ষোল রানে দুই ওপেনার অস্মিতা (০) রানআউট, অনুষ্কা শীল (৯) আউট। অনুভা পাল (১০) ও নেদ্রিতা বরুয়া (১৩) আউট হতেই দলের ব্যাটিং দৈন্যদশা বেরিয়ে আসে। অঙ্কিতা পাটারি (১০) একদিক ধরে রাখলেও বাকিদের ধৈর্য ছিল না।৩১.৪ ওভারে ত্রিপুরার লড়াই ৮২ রানে লুটিয়ে পড়ে। চব্বিশ রানের জয় পায় সিকিম।কবিতা ১৫/২, খুশি ১৭/২, অভিজ্ঞা ১১/২ উইকেট পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *