August 3, 2025

জল চুরির বিরুদ্ধে অভিযানে নামলো প্রশাসন!!

 জল চুরির বিরুদ্ধে অভিযানে নামলো প্রশাসন!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || অবশেষে নগর পঞ্চায়েত এলাকায় জল চুরি বন্ধে মাঠে নেমেছে নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ। অমরপুর নগর পঞ্চায়েতের ডেপুটি নির্বাহী আধিকারিক ধীরাপদ দেবনাথের নেতৃত্বে অভিযানকারী দল বীরগঞ্জ থানার পুলিশকে সাথে নিয়ে অমরপুর নগর পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে হানাদারি চালায়। মুলত পানীয়জল সরবরাহকারী পাইপলাইনের সঙ্গে সরাসরি বৈদ্যুতিক পাম্প মোটরের সংযোগের মাধ্যমে যে বা যারা জল চুরি করছে, তাদের বিরুদ্ধেই এই অভিযান চালানো হয়। অভিযানে বেশ কয়েকটি বেআইনি জলের সংযোগ বিচ্ছিন্ন করা সহ তিনটি জল উত্তোলনের বৈদ্যুতিক পাম্প মোটর বাজেয়াপ্ত করা হয়েছে বলে ডেপুটি নির্বাহী আধিকারিক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *