August 2, 2025

জম্মু কাশ্মীরে মৃত দুই জঙ্গি, উদ্ধার করা হল বিপুল অস্ত্র!!!

 জম্মু কাশ্মীরে মৃত দুই জঙ্গি, উদ্ধার করা হল বিপুল অস্ত্র!!!

দৈনিক সংবাদ অনলাইনঃ জঙ্গীদের বড়সড় প্লেনকে নষ্ট করলো ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীরের পুলিশ। বড়সড় চক্রান্ত করার আগেই সেনা ও পুলিশের যৌথ উদ্যোগে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান অস্ত্র , বোমা ও গ্রেনেট। সেনা বাহিনীর এক প্রধান জানান , গত ২৭ সেপ্টেম্বর পুলিশের তরফ থেকে এক গোপন সূত্র পাওয়া যায়। তারপর শুরু হয় অভিযান। তিনদিনের তল্লাশিতে বৃহস্পতিবার নিয়ন্ত্রণ রেখার খুব কাছে খনন করে ৭টি একে রাইফেল, ২টি চাইনিজ পিস্তল, ১৩টি চাইনিজ গ্রেনেড, ২১টি একে ম্যাগজিন, ৪টি পিস্তল ম্যাগজিন, ১৩২টি পিস্তল উদ্ধার হয়েছে। এছাড়া প্রচুর গোলাবারুদও পাওয়া গিয়েছে বলে খবর। অপরদিকে শুক্রবার জম্মু – কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনার জয়েন্ট অপারেশনে দুজন জঙ্গিকে মারা হয়েছে। বারামুলায় দুই পক্ষ থেকে প্রবল গুলি বর্ষণের পর শেষে দুজন জঙ্গির মৃত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *