August 7, 2025

জম্মু-কাশ্মীরের উধমপুরে খাদে গাড়ি পড়ে শহিদ দুই সিআরপিএফ জওয়ান, আহত ১২

 জম্মু-কাশ্মীরের উধমপুরে খাদে গাড়ি পড়ে শহিদ দুই সিআরপিএফ জওয়ান, আহত ১২

অনলাইন প্রতিনিধি :-জম্মু-কাশ্মীরের উধমপুর জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শহিদ হলেন দুই সিআরপিএফ জওয়ান এবং আহত হয়েছেন আরও ১২ জন। বৃহস্পতিবার সকালে বাসন্তগড় এলাকার কন্ডোয়া সংলগ্ন পাহাড়ি রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ জন জওয়ানকে নিয়ে একটি সিআরপিএফের গাড়ি কন্ডোয়া-বসন্তগড় সড়ক ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর খাদে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার কঠিন বাঁক অতিক্রম করার সময় গাড়িটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের গ্রামের মানুষজন দ্রুত ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহত জওয়ানদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।উধমপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ ভট্ট জানান, এই দুর্ঘটনায় দুই জওয়ানের মৃত্যু হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, খারাপ রাস্তা এবং সম্ভাব্য ব্রেক ফেল করার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।এই দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, কতটা ঝুঁকিপূর্ণ পরিবেশে পাহাড়ি ও দুর্গম এলাকায় কর্তব্য পালন করতে হয় দেশের জওয়ানদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *