August 21, 2025

জম্মুতে পায়রা থেকে উদ্ধার হুমকি চিরকুট, কড়া নিরাপত্তা জারি!!

 জম্মুতে পায়রা থেকে উদ্ধার হুমকি চিরকুট, কড়া নিরাপত্তা জারি!!

অনলাইন প্রতিনিধি :-জম্মুতে চাঞ্চল্যকর ঘটনা। সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একটি পায়রাকে আটক করে, যার পায়ে বাঁধা ছিল একটি চিরকুট। সেই চিরকুটে লেখা রয়েছে জম্মু তাওয়াই স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি।ঘটনাটি ঘটেছে জম্মু থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে আরএসপুরা সেক্টরে। বিএসএফ জানিয়েছে, পায়রার পায়ে ঝোলানো ওই কাগজে উর্দু ও ইংরেজি ভাষায় বার্তা লেখা ছিল। উর্দুতে লেখা— “কাশ্মীর আমাদের। সময় এসেছে, এটা আমাদের হবে।” আর ইংরেজি অংশে ছিল জম্মু স্টেশন আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি।এই ঘটনার পরেই জম্মু তাওয়াই স্টেশন এবং কাশ্মীরের অন্যান্য সংবেদনশীল এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছেতবে নিরাপত্তা বাহিনীর ধারণা, এটি সীমান্তের ওপার থেকে কারও দুষ্টুমি বা ঠাট্টাও হতে পারে। তবুও, কোনও ঝুঁকি নিতে রাজি নয় কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *