August 3, 2025

জম্পুই পাহাড়ে রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি!!

 জম্পুই পাহাড়ে রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি!!

অনলাইন প্রতিনিধি :-কাঞ্চনপুর মহকুমার জম্পুই পাহাড়ের ভাংমুন আর ডি ব্লকের আওতাধীন মনপুই থেকে দামছড়ায় পি ডাব্লিউ ডি রাস্তার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছে। নিম্নমানের পাথর এবং স্লেট পাথরের চিপস ব্যবহারের প্রতিবাদে শুক্রবার ভাংমুন বিএসসি চেয়ারম্যানের নেতৃত্বে জম্পুই পাহাড়ের কয়েকশত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়। এতে বিপর্যস্ত হয়ে পড়ে জম্পুই পাহাড়ের জন জীবন। এই রাস্তার কাজে বরাদ্দ ৮৮ কোটি টাকা। গত বছর এই রাস্তার ভার্চুয়াল শিলান্যাস করেছেন দেশের রাস্টপতি দ্রোপদি মুর্মু। এদিকে পি ডাব্লিও ডি, এন এইচ দপ্তরের মুখ্য বাস্তুকার অমিত দাসের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি কাজের নিবার্হী বাস্তুকারকে জানাবেন বলে জানান। ঘটনায় বুঝা যাচ্ছে শষ্যের মধ্যে ভূত লুকিয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *