জুলাই মাসে হবে শিলান্যাস,জিরানীয়ায় ৮০ কানি জমিতে তৈরি হবে অত্যাধুনিক পার্ক: সুশান্ত!!
জনতার হাতে আটক নেশা কারবারী!!

আজ দুপুর সাড়ে তিনটায় কৈলাসহর বিদ্যানগর স্কুল মাঠে নেশা কারবারী এক যুবককে আটক করে গাছের সাথে বেঁধে রাখে স্থানীয় জনগণ। ঘটনা বৃহস্পতিবার বিকেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত যুবক শহরের বেশ কিছু চুরির ঘটনার সাথে জড়িত বলে অভিযোগ। এছাড়াও সে বেশ কিছু যুবকের নাম বলেছে যারা গাড়ি নিয়ে শহরে এসে নেশা সামগ্রী বিক্রি করে। ধৃত যুবকের বাড়ি বাবুরবাজার এলাকায়।
