August 2, 2025

জনজাতি এলাকায় পানীয় জলের হাহাকার!!

 জনজাতি এলাকায় পানীয় জলের হাহাকার!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || দিন যায়,বছর যায়,পেরিয়ে যায় যুগের পর যুগ। পাহাড়ে জলের তৃষ্ণা আর মেটে না। ঋষ্যমুখ ব্লকের জনজাতি এলাকায়ও একই পরিস্থিতি। গ্রামের পর গ্রাম পানীয় জলের তীব্র আকাল দেখা দিলেও তৃষ্ণা মেটানোর জন্য কারোর হেলদোল নেই। এমনই একটি জনজাতি গ্রাম ঋষ্যমুখ ব্লকের মোহিনী নগর এডিসি ভিলেজ। এই পাড়ায় প্রায় ৩৫ পরিবের বসবাস। জনসংখ্যা মোট ১৭৫ জন । জল জীবন মিশন প্রকল্পের সুবিধা তাদের কাছে পৌঁছায় নি। তীব্র জলের সমস্যা মোহিনী নগর এডিসি ভিলেজের বটুয়া বাড়ীর মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে। দীর্ঘদিন গ্রামে জলের দাবিতে স্থানীয় পঞ্চায়েত ব্লক এমনকি শাসক দলের নেতাদের বারবার বলার পরেও পানীয় জলের সমস্যা সমাধানে বিন্দু মাত্র উদ্যোগ গ্রহন করেনি। বটুয়াবাড়ী অঙ্গনওয়াড়ী কেন্দ্রে একটি জলের পয়েন্ট দেওয়া হয়েছে। তাও কোন রকম একটি পাইপ মাটিতে গুঁজে দিয়ে দায়িত্ব খালস করেছে পঞ্চায়েত ও জল সম্পদ দপ্তর। বর্তমানে সেই পাইপ দিয়েও তেমন জল পরছেনা। তাও কারেন্ট যদি থাকে তাহলে কপাল ভালো।
প্রতিদিন সকালে বটুয়াবাড়ীর জনজাতি মহিলারা অঙ্গনওয়াড়ী কেন্দ্রে জলের জন্য পাইপের সামনে ডেক, কলস ,বালতী ,ঘটি ,বাটি নিয়ে তীর্থের কাকের মতো বসে থাকেন এক ফোঁটা জলের জন্য। শুনুন ভুক্তভুগী জনজাতি মহিলারা কি বলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *